Bumrah: রিহ্যাব শুরু বুমরাহর! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তারকা পেসারের ফিটনেসে বাড়তি নজর বোর্ডের

People's Reporter: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহকে দলে রাখতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে তিনি কতটা সুস্থ সেদিকেও নজর রাখছে টিম ম্যানেজমেন্ট।
জসপ্রীত বুমরাহ
জসপ্রীত বুমরাহছবি - জসপ্রীত বুমরাহর ফেসবুক
Published on

খুশির খবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। শীঘ্রই ২২ গজে দেখা যেতে পারে তারকা পেসার জসপ্রীত বুমরাহকে। একাধিক সংবাদমাধ্যম সূত্রে তেমনটাই খবর। জানা যাচ্ছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছেন বুমরাহ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহকে দলে রাখতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে তিনি কতটা সুস্থ সেদিকেও নজর রাখছে টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করেছেন বুমরাহ। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে প্রতিটি দলকে। তবে সেই নিয়মের মধ্যেও কিছু ছাড় রয়েছে। সেই ছাড়টাকে কাজে লাগাতে চাইছে বিসিসিআই।

যদি কোনও খেলোয়াড় চোট পান তাহলে তাঁর পরিবর্তে একজনকে নেওয়া যেতে পারে। সূত্রের খবর, এই পদ্ধতিকে কাজে লাগাতে পারে ভারত। এখনও ৮ দিন বাকি টুর্নামেন্ট শুরু হতে। তার আগে বুমরাহ ফিট হলে ওই পদ্ধতি কাজে লাগাতে চাইছে ভারত। সেক্ষেত্রে টেকনিক্যাল কমিটির কাছে আবেদন জানিয়ে পরিবর্ত প্লেয়ার নেওয়া যেতে পারে।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং পাকিস্তান ফাইনালে উঠেছিল। ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এবার ভারতের প্রথম ম্যাচ রয়েছে ২০ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিরুদ্ধে। ২৩ ফেব্রুয়ারি – ভারত বনাম পাকিস্তান। ২ মার্চ – ভারত বনাম নিউজিল্যান্ড। ভারতের সবকটি ম্যাচই হবে দুবাইতে।

প্রসঙ্গত, বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে পিঠে চোট লাগে বুমরাহর। তারপর থেকে তিনি বিশ্রামে রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। বুমরাহ না থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ভারত পিছিয়ে থেকে শুরু করবে তা প্রায় সকলেই জানেন।

ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব জানান, বুমরাহর দলে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তাঁর মতো তারকা পেসার দলে না থাকলে প্রভাব পড়বেই। আমি আশা করছি বুমরাহ দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

জসপ্রীত বুমরাহ
Rohit Sharma: কামব্যাকের রাতে একাধিক রেকর্ড রোহিতের, টপকালেন ক্রিস গেইলকেও!
জসপ্রীত বুমরাহ
Rashid Khan: বিশ্বরেকর্ড রাশিদ খানের! সর্বাধিক উইকেটের নিরিখে টপকালেন ক্যারিবিয়ন তারকাকে
জসপ্রীত বুমরাহ
Kapil Dev: 'অধিনায়কের খারাপ ফর্মে দলের সমস্যা হয়' - 'ছন্দহীন' রোহিতকে নিয়ে আর কী বললেন কপিল দেব?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in