Rashid Khan: বিশ্বরেকর্ড রাশিদ খানের! সর্বাধিক উইকেটের নিরিখে টপকালেন ক্যারিবিয়ন তারকাকে

People's Reporter: রাশিদ খান ৪৬১ ম্যাচে ৪৫৭ ইনিংসে ৬৩৩টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ১৭ রান দিয়ে ৬ উইকেট। গড় ১৮.০৭।
রাশিদ খান
রাশিদ খানছবি - এম আই কেপটাউনের ফেসবুক পেজ
Published on

টি-২০ ক্রিকেটে বিশ্ব রেকর্ড করলেন আফগানিস্তানের তারকা স্পিনার রাশিদ খান। সর্বাধিক উইকেট সংগ্রহের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্রাভোকে টপকালেন তিনি। বর্তমানে রাশিদ খান ৬৩৩টি উইকেটের মালিক।

দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে (SA20) বিশ্বরেকর্ড করলেন রশিদ খান। গতকাল এসএ২০-তে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে মুখোমুখি হয়েছিল এম আই কেপটাউন এবং পার্ল রয়্যালস। প্রথমে ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১৯৯ রান করে এম আই কেপটাউন। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৬০ রানেই শেষ হয় পার্ল রয়্যালসের ইনিংস। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন কেপটাউনের রাশিদ খান। ব্রাভোকে টপকালেন তিনি।

আন্তর্জাতিক এবং বিভিন্ন টি-২০ লিগ মিলিয়ে ৫৮২ ম্যাচে ৫৪৬ ইনিংসে ৬৩১টি উইকেট নিয়েছেন ব্রাভো। যার মধ্যে সেরা বোলিং করেছেন ২৩ রান দিয়ে ৫ উইকেট। গড় ২৪.৪০।

রাশিদ খান ৪৬১ ম্যাচে ৪৫৭ ইনিংসে ৬৩৩টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ১৭ রান দিয়ে ৬ উইকেট। গড় ১৮.০৭।

টি-২০ ফরম্যাটে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ক্যারিবিয়ন তারকা সুনীল নারিন। ৫৩৬ ম্যাচে ৫৭৪ উইকেট নিয়েছেন তিনি। গড় ২১.৬০। সেরা বোলিং ১৯ রানের বিনিময়ে ৫ উইকেট। চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। তিনি ৪২৮ ম্যাচে ৫৩১টি উইকেট নিয়েছেন। গড় ১৯.৯৯ এবং সেরা বোলিং করেছেন ২৩ রানের বিনিময়ে ৫ উইকেট।

রাশিদ খান
Cristiano Ronaldo: 'আমিই সর্বকালের সেরা' - জন্মদিনের আগে দাবি রোনাল্ডোর
রাশিদ খান
Surya Kumar Yadav: টানা ৮ টি-২০তে রান নেই ব্যাটে! মুম্বইয়ের রঞ্জি দলে রাখা হল সূর্যকুমারকে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in