
টি-২০ ক্রিকেটে বিশ্ব রেকর্ড করলেন আফগানিস্তানের তারকা স্পিনার রাশিদ খান। সর্বাধিক উইকেট সংগ্রহের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্রাভোকে টপকালেন তিনি। বর্তমানে রাশিদ খান ৬৩৩টি উইকেটের মালিক।
দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে (SA20) বিশ্বরেকর্ড করলেন রশিদ খান। গতকাল এসএ২০-তে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে মুখোমুখি হয়েছিল এম আই কেপটাউন এবং পার্ল রয়্যালস। প্রথমে ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১৯৯ রান করে এম আই কেপটাউন। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৬০ রানেই শেষ হয় পার্ল রয়্যালসের ইনিংস। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন কেপটাউনের রাশিদ খান। ব্রাভোকে টপকালেন তিনি।
আন্তর্জাতিক এবং বিভিন্ন টি-২০ লিগ মিলিয়ে ৫৮২ ম্যাচে ৫৪৬ ইনিংসে ৬৩১টি উইকেট নিয়েছেন ব্রাভো। যার মধ্যে সেরা বোলিং করেছেন ২৩ রান দিয়ে ৫ উইকেট। গড় ২৪.৪০।
রাশিদ খান ৪৬১ ম্যাচে ৪৫৭ ইনিংসে ৬৩৩টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ১৭ রান দিয়ে ৬ উইকেট। গড় ১৮.০৭।
টি-২০ ফরম্যাটে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ক্যারিবিয়ন তারকা সুনীল নারিন। ৫৩৬ ম্যাচে ৫৭৪ উইকেট নিয়েছেন তিনি। গড় ২১.৬০। সেরা বোলিং ১৯ রানের বিনিময়ে ৫ উইকেট। চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। তিনি ৪২৮ ম্যাচে ৫৩১টি উইকেট নিয়েছেন। গড় ১৯.৯৯ এবং সেরা বোলিং করেছেন ২৩ রানের বিনিময়ে ৫ উইকেট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন