
ছন্দে নেই ভারতের টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ওয়ান ডে দলে এবং টেস্ট দলে তিনি সুযোগ পান না, এবার টি-২০ দলেও পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন সূর্য। এই অবস্থায় তাঁকে মুম্বইয়ের হয়ে পরবর্তী রঞ্জি ম্যাচে খেলার নির্দেশ দেওয়া হয়েছে। সাথে খেলবেন শিবম দুবেও।
রঞ্জির কোয়ার্টার ফাইনালে উঠেছে মুম্বই। মেঘালয়কে এক ইনিংস এবং ৪৫৬ রানে পরাজিত করে শেষ আট নিশ্চিত করেছেন অজিঙ্কা রাহানেরা। আগামী শনিবার থেকে শুরু হবে রঞ্জির কোয়ার্টার ফাইনাল। হরিয়ানার বিরুদ্ধে খেলবে মুম্বই। সেই ম্যাচেই শিবম দুবে এবং সূর্যকুমার যাদবকে রাখা হয়েছে।
ভারতের হয়ে শেষ ৮টি টি-২০তে বড় রান করতে ব্যর্থ হয়েছেন সূর্যকুমার যাদব। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে দু'বার শূন্য রানে ফিরেছেন তিনি। প্রথম ম্যাচে ০, দ্বিতীয় ম্যাচে ১২, তৃতীয় ম্যাচে ১৪, চতুর্থ ম্যাচে ০ এবং পঞ্চম ম্যাচে ২ রান করেন সূর্য। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ২১, দ্বিতীয় ম্যাচে ৪ এবং তৃতীয় ম্যাচে ১ রান করেছিলেন। সূর্য ব্যর্থ হলেও ভারত সিরিজ জিতেছে।
মুম্বইয়ের স্কোয়াড - অজিঙ্কা রাহানে (অধিনায়ক), আয়ুষ মাত্রে, অঙ্গকৃষ রঘুবংশী, অমোঘ ভাটকাল, সূর্যকুমার যাদব, সিদ্ধেশ লাড, শিবম দুবে, আকাশ আনন্দ (উইকেটরক্ষক), হার্দিক তামোরে (উইকেটরক্ষক), সূর্য্যশ শেডগে, শার্দুল ঠাকুর, শামস মুলতানি , মোহিত অবস্থি, সিলভেস্টার ডি'সুজা, রয়স্টন ডায়াস, অথর্ব আনকোলেকার এবং হর্ষ তান্না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন