

জসপ্রীত বুমরাহর মুকুটে জুড়লো নয়া পালক। 'স্যার গারফিল্ড সোবার্স' ট্রফি জিতলেন ভারতের তারকা পেসার। প্রথম ভারতীয় ফাস্ট বোলার হিসেবে এই নজির গড়লেন তিনি।
তিনি যে সেরার সেরা তা ফের একবার প্রমাণ করলেন বুমরাহ। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পর এবার বর্ষসেরা ক্রিকেটারও নির্বাচিত হলেন তিনি। তাঁর সাথে এই ট্রফি জয়ের দৌড়ে ছিলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, ইংল্যান্ডের জো রুট এবং হ্যারি ব্রুক। সকলকে পিছনে ফেলে ২০২৪ সালের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন তিনি।
সাদা বলের ক্রিকেট হোক বা লাল বলের, এককথায় বুমরাহ বর্তমানে বিশ্বের সেরা ফাস্ট বোলার। ২০২৪ মরসুমে ১৩ টেস্টে মোট ৭১টি উইকেট নিয়েছেন বুমরাহ। চতুর্থ ভারতীয় বোলার হিসেবে এক মরসুমে ৭০টির বেশি টেস্ট উইকেট সংগ্রহ করেন তিনি। তাছাড়া এই মরসুমেই টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম ২০০ উইকেটের মালিক হন তিনি।
এমনকি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখেও সর্বাধিক উইকেটের মালিক তিনি। বুমরাহর দখলে ৭৭টি উইকেট রয়েছে। আইসিসি টেস্ট র্যাঙ্কিং-এও শীর্ষ স্থানে রয়েছেন তিনি। বোলার হিসেবে রেকর্ড ৯০৭ পয়েন্ট সংগ্রহ করেছেন তিনি। এটিই ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক পয়েন্ট।
শুধু টেস্ট ক্রিকেটে নয়, টি-২০ বিশ্বকাপেও অনবদ্য পারফর্ম করেন বুমরাহ। বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও নির্বাচিত হন বুমরাহ। ১৫টি উইকেট নিয়েছিলেন তিনি। গড় ৮.২৬ এবং ইকোনমি মাত্র ৪.১৭।
উল্লেখ্য, এর আগে রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন তেন্ডুলকর (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) এবং বিরাট কোহলি (২০১৭, ২০১৮) 'স্যর গারফিল্ড সোবার্স' ট্রফি জেতেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন