
আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। পাশাপাশি আইসিসির বর্ষসেরা ওয়ান ডে মহিলা ক্রিকেটার হলেন স্মৃতি মন্ধানা।
আইসিসির মঞ্চে ভারতের জয়জয়কার। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, বর্ষসেরা টি-২০ ক্রিকেটার (পুরুষ) এবং বর্ষসেরা মহিলা ওয়ান ডে ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতীয়রা।
সম্প্রতি আইসিসি বর্ষসেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে টেস্ট ক্রিকেটার হিসেবে নাম উঠে এসেছে বুমরাহ। ২০২৪ সালে অনবদ্য ক্রিকেট খেলেছেন ভারতের তারকা পেসার। ২০২৪ মরসুমে ১৩ টেস্টে মোট ৭১টি উইকেট নিয়েছেন বুমরাহ। রবিচন্দ্রন অশ্বিন, কপিল দেব এবং অনিল কুম্বলের পর চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে একটি মরসুমে ৭০-র বেশি উইকেট সংগ্রহ করেছেন। তাছাড়া এই মরসুমেই টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মালিক হন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতেই প্রথম টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন তিনি।
আইসিসি বর্ষসেরা ওয়ান ডে মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্ধানা। ২০২৪ সালে ১৩ ম্যাচে ৭৪৭ রান করেছেন তিনি। গড় ৫৭.৮৬ এবং স্ট্রাইক রেট ৯৫.১৫। এছাড়া ৪টি সেঞ্চুরি রয়েছে তাঁর। এর আগে ২০১৮ সালেও তিনি আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। নিউজিল্যান্ডের সুজি ব্যাটস ছাড়া স্মৃতিই ওয়ানডেতে দুবার আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার হলেন। এই বিভাগে পুরুষদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই।
অন্যদিকে আইসিসি বর্ষসেরা টি-২০ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের আর্শদীপ সিং। ১৮ ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছেন তিনি। তাঁর গড় ১৫.৩১, ইকোনমি রেট ৭.৪৯ এবং উইকেট সংগ্রহের স্ট্রাইক রেট ১০.৮০।
তাছাড়া আইসিসি বর্ষসেরা টি-২০ মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের মিলি কের। তিনি ১৮ ম্যাচে ২৯টি উইকেটের পাশাপাশি ৩৮৭ রান সংগ্রহ করেছেন। আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ১৫টি উইকেট নিয়েছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন