ICC: আইসিসির বর্ষসেরা টি-২০ দলের অধিনায়ক রোহিত শর্মা! তালিকায় আর কারা? দেখুন একনজরে

People's Reporter: ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। যোগ্য দল হিসেবেই যে তারা চ্যাম্পিয়ন হয়েছে তা আইসিসির বর্ষসেরা (২০২৪) টি-২০ দল দেখলেই প্রমাণ হয়ে যাবে।
রোহিত শর্মা
রোহিত শর্মাছবি - রোহিত শর্মার ফেসবুক পেজ
Published on

২০২৪ সালের সেরা আন্তর্জাতিক পুরুষ টি-২০ দল ঘোষণা করল আইসিসি। যেখানে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রোহিত শর্মাকে। এছাড়া এই দলে রয়েছেন আরও ৩ ভারতীয় তারকা। নেই বিরাট কোহলি।

২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। যোগ্য দল হিসেবেই যে তারা চ্যাম্পিয়ন হয়েছে তা আইসিসির বর্ষসেরা (২০২৪) টি-২০ দল দেখলেই প্রমাণ হয়ে যাবে।

এই দলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্ববোয়ে, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে ১ জন করে প্লেয়ারকে বেছে নেওয়া হয়েছে। ভারত থেকে রয়েছে ৪ জন।

আইসিসির পেশ করা দলে অধিনায়ক হিসেবে এবং ওপেনার হিসেবে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা। তারপরই আছেন ট্রাভিস হেড। তৃতীয় উইকেটের জন্য আছেন ইংল্যান্ডের ফিল সল্ট। বাবর আজম আছেন চতুর্থ স্থানে। এছাড়া উইকেট রক্ষক ব্যাটার হিসেবে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।

অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন ৩ জন। তাঁরা হলেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা, ভারতের হার্দিক পাণ্ডিয়া এবং আফগানিস্তানের রাসিদ খান। বোলার হিসেবে দলে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা, ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ এবং আর্শদীপ সিং।

এর আগে আইসিসির বর্ষসেরা টেস্ট দল ঘোষণা করা হয়েছিল। যেখানে ভারতের যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাহ জায়গা করে নিয়েছিলেন। ইংল্যান্ডের বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক এবং জেমি স্মিথও রয়েছেন। অস্ট্রেলিয়া থেকে বর্ষসেরা দলে রাখা হয়েছে কেবল প্যাট কামিন্সকে (অধিনায়ক)। নিউজিল্যান্ড থেকে কেন উইলিয়ামসন, ম্যাট হেনরি এবং শ্রীলঙ্কা থেকে কামিন্দু মেন্ডিস বর্ষসেরা টেস্ট দলে সুযোগ পেয়েছেন।

শুধু টি-২০ বা টেস্ট দল নয় আইসিসির তরফ থেকে পুরুষদের সেরা ওয়ান ডে দলও ঘোষণা করা হয়। যেখানে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা অথবা ইংল্যান্ডের তরফ থেকে কোনও ক্রিকেটারের নাম ছিল না। সেখানে রয়েছেন, শ্রীলঙ্কার নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক) এবং হাসারাঙ্গা। পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন, আয়ুব, শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফ। আফগানিস্তান দল থেকে সুযোগ পেয়েছেন, রহমনুল্লাহ গুরবাজ, আজমাতুল্লাহ ওমরজাই এবং গজনফর।

রোহিত শর্মা
রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত নয় - ভারতীয় কুস্তি ফেডারেশনকে নির্বাসনের হুমকি আন্তর্জাতিক কুস্তি সংস্থার
রোহিত শর্মা
Rohit Sharma: রঞ্জিতেও ব্যর্থ রোহিত, রান পেলেন না পন্থ-শুবমনও

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in