রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত নয় - ভারতীয় কুস্তি ফেডারেশনকে নির্বাসনের হুমকি আন্তর্জাতিক কুস্তি সংস্থার

People's Reporter: আন্তজার্তিক কুস্তি সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড অফ রেসলিং (UWW)-র পক্ষ থেকে জানানো হয়েছে, কুস্তি ফেডারেশনে কোনোরকমের রাজনৈতিক হস্তক্ষেপ মেনে নেওয়া যাবে না।
রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত নয় - ভারতীয় কুস্তি ফেডারেশনকে নির্বাসনের হুমকি আন্তর্জাতিক কুস্তি সংস্থার
ছবি - প্রতীকী
Published on

ভারতীয় কুস্তি ফেডারেশনের দুঃসময় যেন কাটছেই না। ফের একবার আন্তর্জাতিক কুস্তি সংস্থার হুঁশিয়ারির মুখে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়ম অমান্য করলে আবার বরখাস্ত হতে পারে ভারতীয় কুস্তি ফেডারেশন।

ভারতীয় কুস্তি ফেডারেশনকে নির্বাসিত করার হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক কুস্তি সংস্থার সভাপতি নেনাদ লালোভিচ। বিশ্ব সংস্থাটি জানিয়েছে, ভারতীয় কুস্তিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে কড়া পদক্ষেপ গ্রহণ করবে তারা।

আন্তজার্তিক কুস্তি সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড অফ রেসলিং (UWW)-র পক্ষ থেকে জানানো হয়েছে, কুস্তি ফেডারেশনে কোনোরকমের রাজনৈতিক হস্তক্ষেপ মেনে নেওয়া যাবে না। অলিম্পিকের নিয়ম অনুযায়ী প্রতিটি ফেডারেশন নিজের কমিটি দ্বারা পরিচালিত হবে। বাইরে থেকে প্রভাবিত হবে না। নিয়ম পালন না করলে শাস্তির মুখে পড়তে হবে ভারতীয় কুস্তি ফেডারেশনকে।

২০২৩ সালে তৎকালীন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-র বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। তারপরই কড়া পদক্ষেপ গ্রহণ করে বিশ্ব কুস্তি সংগঠন। সেই সময় ভারতীয় কুস্তি ফেডারেশনকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল বিশ্ব কুস্তি সংগঠন। পরে মে মাসে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছলে ফের একবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল ফেডারেশনকে। এরপর আগস্ট মাসে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফেডারেশন নির্বাচন না করতে পারায় WFI-কে সাময়িকভাবে বরখাস্ত করেছিল ইউনাইটেড ওয়ার্ল্ড অফ রেসলিং (UWW)। আবার কি বরখাস্ত হতে চলেছে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া?

রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত নয় - ভারতীয় কুস্তি ফেডারেশনকে নির্বাসনের হুমকি আন্তর্জাতিক কুস্তি সংস্থার
Australian Open: অধরা ২৫তম গ্র্যান্ড স্লাম জয়, অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় জকোভিচের
রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত নয় - ভারতীয় কুস্তি ফেডারেশনকে নির্বাসনের হুমকি আন্তর্জাতিক কুস্তি সংস্থার
Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মোতায়েন ১৭,০০০ নিরাপত্তারক্ষী! প্রস্তুতি পাক প্রশাসনের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in