Australian Open: অধরা ২৫তম গ্র্যান্ড স্লাম জয়, অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় জকোভিচের

People's Reporter: ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্য নিয়ে শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম সেমিফাইনালে নেমেছিলেন জকোভিচ।
নোভাক জকোভিচ
নোভাক জকোভিচছবি - অস্ট্রেলিয়ান ওপেনের এক্স হ্যান্ডেল
Published on

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক নোভাক জকোভিচ। চোটের কারণে ওয়াকওভার দিলেন তিনি। ফলে সহজেই ফাইনালে উঠলেন আলেকজান্ডার জেরেভ।

২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্য নিয়ে শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম সেমিফাইনালে নেমেছিলেন জকোভিচ। কিন্তু সেই স্বপ্ন পূরণ হল না সার্বিয়ান টেনিস তারকার। প্রথম সেট ৭-৬(৭-৫) হারেন জকোভিচ। তারপরই তিনি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলেন। ১ ঘন্টা ২১ মিনিট ধরে চলেছিল প্রথম সেট।

অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকেই চোট ছিল জকোভিচের। তবে কোয়ার্টার ফাইনালে আলকারাজের বিরুদ্ধে সেই চোট বেশি সমস্যায় ফেলে জকোভিচকে। কোর্টের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে বেশ ক্লান্ত দেখাচ্ছিল তাঁকে। তারপরেও আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। তবে ফাইনালে যাওয়া হল না।

ফাইনালে ওঠা জেরেভ বলেন, 'নোভাকের বিরুদ্ধে চলতি টুর্নামেন্টের অন্যতম সেরা খেলা খেললাম। কিন্তু সে চোট নিয়েও অসাধারণ খেলেছে। অবশ্যই ওর জন্য খারাপ লাগছে। আমি সকল দর্শককে বলবো কোনো খেলোয়াড়কে অসম্মান করা উচিত নয়। সকলকে মাথায় রাখতে হবে সে আহত হয়ে মাঠ ছেড়েছে। আমি জানি সকলেই টিকিটের জন্য টাকা দিয়েছেন। কিন্তু নোভাক শেষ ২০ বছর এই খেলার জন্য তার জীবনের সবটুকু দিয়েছে।'

অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইতালির জান্নিক সিন্নার এবং আমেরিকার বেন শেলটন। ভারতীয় সময় শুক্রবার দুপুর ২টো থেকে শুরু হবে ম্যাচ।

নোভাক জকোভিচ
Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মোতায়েন ১৭,০০০ নিরাপত্তারক্ষী! প্রস্তুতি পাক প্রশাসনের
নোভাক জকোভিচ
Sanju Samson: 'আমার ছেলে নিরাপদ নয়, চক্রান্ত হচ্ছে' - ফের সঞ্জুর বাবার নিশানায় কেরালা ক্রিকেট সংস্থা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in