
অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক নোভাক জকোভিচ। চোটের কারণে ওয়াকওভার দিলেন তিনি। ফলে সহজেই ফাইনালে উঠলেন আলেকজান্ডার জেরেভ।
২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্য নিয়ে শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম সেমিফাইনালে নেমেছিলেন জকোভিচ। কিন্তু সেই স্বপ্ন পূরণ হল না সার্বিয়ান টেনিস তারকার। প্রথম সেট ৭-৬(৭-৫) হারেন জকোভিচ। তারপরই তিনি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলেন। ১ ঘন্টা ২১ মিনিট ধরে চলেছিল প্রথম সেট।
অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকেই চোট ছিল জকোভিচের। তবে কোয়ার্টার ফাইনালে আলকারাজের বিরুদ্ধে সেই চোট বেশি সমস্যায় ফেলে জকোভিচকে। কোর্টের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে বেশ ক্লান্ত দেখাচ্ছিল তাঁকে। তারপরেও আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। তবে ফাইনালে যাওয়া হল না।
ফাইনালে ওঠা জেরেভ বলেন, 'নোভাকের বিরুদ্ধে চলতি টুর্নামেন্টের অন্যতম সেরা খেলা খেললাম। কিন্তু সে চোট নিয়েও অসাধারণ খেলেছে। অবশ্যই ওর জন্য খারাপ লাগছে। আমি সকল দর্শককে বলবো কোনো খেলোয়াড়কে অসম্মান করা উচিত নয়। সকলকে মাথায় রাখতে হবে সে আহত হয়ে মাঠ ছেড়েছে। আমি জানি সকলেই টিকিটের জন্য টাকা দিয়েছেন। কিন্তু নোভাক শেষ ২০ বছর এই খেলার জন্য তার জীবনের সবটুকু দিয়েছে।'
অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইতালির জান্নিক সিন্নার এবং আমেরিকার বেন শেলটন। ভারতীয় সময় শুক্রবার দুপুর ২টো থেকে শুরু হবে ম্যাচ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন