Sanju Samson: 'আমার ছেলে নিরাপদ নয়, চক্রান্ত হচ্ছে' - ফের সঞ্জুর বাবার নিশানায় কেরালা ক্রিকেট সংস্থা

People's Reporter: সঞ্জুর বাবা জানান, আমি প্রায় ৬ মাস আগে জানতে পারি সঞ্জুর বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা হচ্ছে। এমনভাবে সবকিছু সাজানো হচ্ছে যাতে আমার ছেলে কেরালা ছেড়ে চলে যেতে বাধ্য হয়।
সঞ্জু স্যামসন
সঞ্জু স্যামসনছবি - সঞ্জু স্যামসনের ফেসবুক পেজ
Published on

ফের একবার কেরালা ক্রিকেটা সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সঞ্জু স্যামসনের বাবা বিশ্বনাথ স্যামসন। সঞ্জুর বিরুদ্ধে 'চক্রান্ত' হচ্ছে বলে অভিযোগ বিশ্বনাথের। তবে কেরালা ক্রিকেট সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় স্কোয়াডে সঞ্জুর নাম না থাকায় কেরালা ক্রিকেট সংস্থাকেই দায়ী করেছিলেন তাঁর বাবা বিশ্বনাথ। গত মঙ্গলবারই একাধিক অভিযোগ করেছিলেন তিনি। ফের একবার তাঁর নিশানায় কেরালা ক্রিকেট সংস্থা।

ভারতের উইকেটরক্ষক ব্যাটারের বাবা জানান, 'আমি প্রায় ৬ মাস আগে জানতে পারি সঞ্জুর বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা হচ্ছে। এমনভাবে সবকিছু সাজানো হচ্ছে যাতে আমার ছেলে কেরালা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আমরা তাঁদের সাথে লড়াই করে পারব না। তাঁদের সামনে আমরা দুর্বল। তাঁদের সাথে আপনি কথা বলতে পারবেন না, এমনকি তাঁদের চ্যালেঞ্জও করতে পারবেন না'।

তিনি আরও বলেন, 'আমার ছেলে নিরাপদ নয়। তাঁরা সমস্ত কিছুর দায় আমার ছেলের উপর চাপাতে চাইছেন। মানুষও তাঁদের কথা সহজেই বিশ্বাস করে নেবেন। তাই আমি সত্যিই চাই আমার ছেলে যেন কেরালার হয়ে ক্রিকেট খেলা বন্ধ করে দেয়। যদি কোনও রাজ্য চায় যে সঞ্জু তাদের হয়ে খেলবে তাতে আমার কোনও আপত্তি নেই'।

কেরালা ক্রিকেট সংস্থা কেন এই চক্রান্ত করবে? তার নির্দিষ্ট কারণ অবশ্য জানাতে পারেননি সঞ্জু স্যামসনের বাবা। তিনি বলেন, ''একদিকে আমার ছেলে, অন্যদিকে শক্তিশালী কেরালা ক্রিকেট সংস্থা। আমি জানি না কেন আমার ছেলের বিরুদ্ধে চক্রান্ত করতে চাইছে তাঁরা। আমরা তাঁদের সাথে কোনও খারাপ আচরণ করিনি। সঞ্জু ওর জীবনের ৩০টা বছর ক্রিকেটকে দিয়েছে। ক্রিকেট ছাড়া অন্য কিছুই ভাবতে পারেনি। কিন্তু এখন তাকে বাদ দেওয়া হচ্ছে।''

সঞ্জু স্যামসন
Sanju Samson: 'ওরা আমার ছেলেকে পছন্দ করে না' - চ্যাম্পিয়ন্স ট্রফিতে সঞ্জুর নাম না থাকায় ক্ষোভ বাবার!
সঞ্জু স্যামসন
IIT Baba: ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার নেপথ্যে রয়েছেন তিনিই! দাবি আইআইটি বাবার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in