IIT Baba: ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার নেপথ্যে রয়েছেন তিনিই! দাবি আইআইটি বাবার

People's Reporter: অভয় সিং বলেন, “আমি রোহিতকে বারবার বলছিলাম যে হার্দিককে বল দে। কিন্তু ওঁ কিছুতেই দিচ্ছিল না। পরে বল দেওয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পেরেছে ভারত”।
আইআইটি বাবা ওরফে অভয় সিং
আইআইটি বাবা ওরফে অভয় সিংছবি - দ্য মিন্ট থেকে সংগৃহীত
Published on

তাঁর কারণেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল! সম্প্রতি এমনই দাবি করলেন মহাকুম্ভ মেলায় ভাইরাল হওয়া ‘আইআইটি বাবা’ অভয় সিং। আইআইটি বাবার দাবি, বিশ্বকাপ ফাইনালে তিনিই অধিনায়ক রোহিত শর্মাকে সিগন্যাল পাঠিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দিয়েছিলেন।

সম্প্রতি সংবাদ মাধ্যম টাইমস নাও নবভারতে দেওয়া আইআইটি বাবার একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে সাংবাদিক তাঁকে ক্রিকেট নিয়ে প্রশ্ন করলে, তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার নেপথ্যে রয়েছেন তিনিই। এমনকি নিজেকে বড় ক্রিকেটার বলেও দাবি করেছেন তিনি।

অভয় সিং বলেন, “আমি ওঁকে (অধিয়ানয়ক রোহিত শর্মা) বারবার বলছিলাম যে আরে ভাই, হার্দিককে বল দে, হার্দিককে বল দে। কিন্তু ওঁ কিছুতেই দিচ্ছিল না। পরে বল দেওয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পেরেছে ভারত”। আইআইটি বাবার দাবি, পুরোটাই তিনি করেছেন, সিগন্যাল, তরঙ্গ, ক্যামেরা, শক্তির সাহায্যে। বিশেষ ম্যাজিকে তিনি ভারতে বসেই বার্বাডোজের কেনসিংটন ওভালে খেলতে থাকা রোহিত শর্মাকে সিগন্যাল পাঠাচ্ছিলেন এবং ভারতের অধিনায়ক সেই সিগন্যাল দেখতে পেয়েছিলেন।

কিন্তু কীভাবে এটা সম্ভব? সাংবাদিককে এর ব্যাখ্যা দিয়ে আইআইটি বাবা বলেন, “এখানে বসে আপনাকে সিগন্যাল পাঠাতে হবে। সেই সিগন্যাল লাইভ আসছে। বিষয়টা একই। একই শক্তি, যা এই রূপে আসছে। তারপর তরঙ্গ আকারে বাতাস দিয়ে গিয়ে কোনও টাওয়ারে পৌঁছে যাচ্ছে। ওই টাওয়ারে কীভাবে পৌঁছাল? ওখানে যে ক্যামেরা ছিল, তা শক্তিকে শুষে নেয়। তাই কোথাও না কোথাও গিয়ে আপনি বিষয়টা নিজের সামনেই দেখতে পাচ্ছেন। মাঝে শুধু তথ্যের পরিবর্তন হচ্ছে। কোড, ডিকোড হচ্ছে। এই রূপে কোড হবে, তারপর ওই রূপে ডিকোড হবে”।

আইআইটি বাবার এই দাবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই সাক্ষাৎকারের ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে এক নেটিজন লিখেছেন, ‘২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে ভারতকে কে সাহায্য করেছিলেন? রোহিত শর্মা না। বিরাট কোহলি না। জসপ্রীত বুমরাহ না। হার্দিক পান্ডিয়া না। এই মানুষটা’। একজন আবার মজা করে বলেছেন, 'আপনার প্রতি পূর্ণ সমর্থন আছে বাবাজি। চ্যাম্পিয়ন্স ট্রফিটাও এভাবে ঘরে নিয়ে আসুন’।

আইআইটি বাবা ওরফে অভয় সিং
IIT Baba: মহাকুম্ভ থেকে নিরুদ্দেশ আইআইটি বাবা? তাঁর সম্পর্কে কিছু জানা নেই - জানালেন সন্ন্যাসীরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in