
কুম্ভমেলায় আচমকাই সংবাদ শিরোনামে আসা আইআইটি বাবা নিখোঁজ! বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে চাঞ্চল্যকর এই খবর জানা গেছে। বর্তমানে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (পূর্বতন এলাবাহাদ) চলা মহাকুম্ভ মেলা ২০২৫-এ তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন। আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেও তিনি সব ছেড়ে আধ্যাত্মিক পথে এসেছেন বলে নিজেই জানিয়েছিলেন অভয় সিং ওরফে আইআইটি বাবা।
জানা গেছে, জুনা আখড়ার অন্তর্গত সোলা মানি আশ্রমে থাকতেন এই অভয় সিং। যদিও তাঁর গুরু সোমেশ্বর পুরী মহারাজ জানিয়েছেন, অভয় সিং-এর সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য নেই। জুনা আখড়ার অন্য এক সন্ন্যাসী জানিয়েছেন, তিনি হঠাৎই খুব অহংকারী হয়ে উঠেছিলেন। তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে, বহু মানুষ যেহেতু তাঁকে দেখতে আসছেন, তাঁর সম্পর্কে খবর নিতে আসছেন তাই তিনি যা খুশি তাই করতে পারেন। যদিও সোমেশ্বর পুরী মহারাজকে নিজের গুরু বলে অস্বীকার করেছেন অভয় সিং।
আজতক-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে অভয় সিং শুক্রবার রাতে তাদের জানিয়েছেন, মানি আশ্রমের সাধুরা তাঁকে আশ্রম ছেড়ে চলে যেতে বলেছেন। কারণ তাঁরা মনে করছেন আমি বিখ্যাত হয়ে গেছি এবং আমি তাঁদের সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস করে দিতে পারি। তাই তাঁরা দাবি করছেন, আমি আশ্রম ছেড়ে চলে গেছি। যা সম্পূর্ণ ভুল কথা।
আজতক আরও জানিয়েছে, আশ্রমের অন্যান্য সাধকরা আজতককে জানিয়েছেন, আইআইটি বাবার ক্রমাগত মিডিয়া যোগাযোগ তার মানসিক স্থিতির উপর প্রভাব ফেলছে, যার ফলে তাঁকে আশ্রমের “অনুপযুক্ত” মনে করা হচ্ছে। তারা তাঁর বিরুদ্ধে মাদক সেবনেরও অভিযোগ করেছেন। ফলস্বরূপ, জুনা আখড়া সিদ্ধান্ত নেয় যে আশ্রম ছেড়ে যাওয়াই তার পক্ষে সবচেয়ে ভালো।
জুনা আখড়ার একজন বিশিষ্ট সন্ন্যাসী আচার্য সোমেশ্বর পুরীর বক্তব্যের উত্তরে অভয় সিং ওরফে আইআইটি বাবা জানিয়েছেন, কে বলেছে উনি আমার গুরু? আমি তাঁকে আগেই জানিয়েছি যে আমাদের মধ্যে কোনও গুরু-শিষ্যের সম্পর্ক নেই। যেহেতু এখন আমি বিখ্যাত হয়ে গেছি, তিনি নিজেকে আমার গুরু বলে দাবি করছেন।
এই ঘটনার পরেই অভয় সিং-এর বাবা ও মা তাঁকে দেখতে জুনা আখড়ায় এসেছিলেন। যদিও তাঁরা আসার আগেই অভয় সিং আশ্রম ছেড়ে যাওয়ায় তাদের সঙ্গে অভয় সিং-এর দেখা হয়নি।
হরিয়ানা নিবাসী অভয় সিং আইআইটি বোম্বে থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করেন। তাঁর পড়াশুনা এবং ঝরঝরে ইংরেজি বলার কারণে তিনি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান এবং আইআইটি বাবা নামে খ্যাত হন।
অভয় সিং ওরফে আইআইটি বাবা কুম্ভ মেলা থেকে চলে গেছেন বলে জানানো হলেও লোকমত টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অভয় সিং জানিয়েছেন, তিনি জুনা আখড়া ১৬ আশ্রম থেকে বেরিয়ে গেলেও তিনি কুম্ভ মেলা থেকে চলে যাননি। তিনি আরও জানিয়েছেন, বেশ কিছু সাধু তাঁর বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়াচ্ছেন।
নিউজ নাইন-এর এক প্রতিবেদনে অভয় সিং-কে উল্লেখ করে দাবি করা হয়েছে, আইআইটি বাবা জানিয়েছেন, বাড়িতে পারিবারিক হিংসার কারণে তিনি কখনও বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন। ছোটোবেলায় তিনি সবসময় তার বাবা-মায়ের মধ্যে ঝগড়া দেখতেন, যা তাকে প্রভাবিত করেছিল। তিনি আরও জানান, তাঁর পরিবার তাঁকে বাড়িতে ফিরে গিয়ে পরিবারের যত্ন নেওয়ার জন্য অনুরোধ করলেও তিনি তাঁদের জানিয়েছেন যে, আধ্যাত্মিকতার পথে যাবার পর তার পক্ষে আর বাড়ি ফেরা সম্ভব নয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন