নির্বাচনের আগে স্বস্তি আপের, আয়ুষ্মান প্রকল্প নিয়ে দিল্লি হাইকোর্টের নির্দেশে 'সুপ্রিম' স্থগিতাদেশ!

People's Reporter: দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল দিল্লিতে যাতে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয় তার জন্যু কেন্দ্র এবং দিল্লি সরকারকে গত ৫ জানুয়ারি একটি মৌ স্বাক্ষর করার।
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টফাইল ছবি সংগৃহীত
Published on

দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা নিয়ে দিল্লি হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এজি মাসিহ-র বেঞ্চ। ফলে বিধানসভা নির্বাচনের আগে কিছুটা হলেও স্বস্তিতে আপ সরকার।

আয়ুষ্মান ভারত চালু করা নিয়ে আপ এবং বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। গত মাসে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল দিল্লিতে যাতে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয় তার জন্যু কেন্দ্র এবং দিল্লি সরকারকে গত ৫ জানুয়ারি একটি মৌ স্বাক্ষর করার। কিন্তু দিল্লি হাইকোর্টের সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আপ সরকার।

শুক্রবার দিল্লি সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানান, দিল্লি হাইকোর্ট স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রের ক্ষমতা বজায় রাখার মতো একটি নির্দেশ দিয়েছে। যা হওয়া উচিত নয়। সুপ্রিম কোর্ট আপাতত সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে।

প্রসঙ্গত, ৭ বিজেপি সাংসদ দিলিতে আয়ুষ্মান প্রকল্প চালু করার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। বিজেপি সাংসদদের অভিযোগ, দিল্লির আপ সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দিচ্ছে না। সাধারণ মানুষকে এই প্রকল্প থেকে বঞ্চিত করছে।

আদালতে আপ সরকার জানায়, কেন্দ্রের প্রকল্পটি চালু করলে দিল্লির মানুষের ক্ষতি হবে। ইতিমধ্যেই রাজ্যবাসীকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য দিল্লি আরোগ্য কোষ প্রকল্প চালু রয়েছে। এই প্রকল্পে সাধারণ মানুষ অধিক উপকৃত হচ্ছেন। কেন্দ্রের প্রকল্পটি রাজধানীর অল্প সংখ্যক মানুষকে সুবিধা দেবে। তাই আয়ুষ্মান প্রকল্প চালু করার প্রয়োজন নেই।

আপ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, 'মামলাটি জনস্বার্থ আকারে করা হলেও এটি আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কোনও সাধারণ মানুষ মামলা দায়ের করেননি। করেছেন রাজনৈতিক নেতারা। যাঁরা এই মুহূর্তে দিল্লিতে বিরোধী দলের আসনে রয়েছেন। নির্বাচনের আগে আমাদের সরকারকে বেকায়দায় ফেলতে এই চক্রান্ত করা হচ্ছে।'

সুপ্রিম কোর্ট
Delhi Polls: ৫০০ টাকায় গ্যাস, ৩০০ ইউনিট পর্যন্ত ফ্রিতে বিদ্যুৎ! দিল্লিতে প্রতিশ্রুতির ঝুড়ি কংগ্রেসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in