
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে নাজেহাল দেশবাসী। দিনে দিনে বাড়ছে বিদ্যুৎ, জ্বালানি-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিল কংগ্রেস। ক্ষমতায় এলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম ৫০০ টাকা করার কথা ঘোষণা করল কংগ্রেস। পাশাপাশি হাত শিবিরের দাবি, দিল্লি নির্বাচনে জিতলে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রিতে দেওয়া হবে।
বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রেভান্থ রেড্ডি। ‘মেহঙ্গাই মুক্ত’ নামক প্রকল্পের কথা জানিয়ে তিনি এদিন বলেন, ‘কংগ্রেস দিল্লিতে ক্ষমতায় এলে ৫ প্রতিশ্রুতি পূরণ করবে’। এদিনের সাংবাদিক বৈঠকে রেভান্থ রেড্ডি ছাড়াও উপস্থিত ছিলেন দিল্লির কংগ্রেস নেতা দেবেন্দ্র যাদব-সহ অন্যান্য শীর্ষ নেতৃত্বরা।
এর আগে দিল্লির মহিলা ভোটারদের কথা ভেবে মাসিক ২৫০০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। এছাড়া শিক্ষিত বেকার যুবকদের জন্য এক বছরে সাড়ে আট হাজার টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে তারা। তার আগে ৪ জানুয়ারী 'জীবন রক্ষা যোজনা' নামে আরেকটি প্রকল্পের কথা ঘোষণা করেছে। যেখানে ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা খরচ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। গণনা ৮ তারিখ। এবার দিল্লিতে আপ-কংগ্রেস-বিজেপির ত্রিমুখী নির্বাচন। এবছর ভোটে জিতলে হ্যাটট্রিক করবে আম আদমি পার্টি। ২০১৫ সাল থেকে ক্ষমতায় রয়েছে তারা।
বিজেপি দিল্লিতে শেষবারের মতো ক্ষমতায় ছিল ১৯৯৮ সালে। গত বিধানসভা ভোটে তারা দ্বিতীয় স্থানে শেষ করেছিল। সুতরাং তাদের লক্ষ্য আপকে পিছনে ফেলে এক নম্বরে উঠে আসা। কংগ্রেসও প্রচারে পিছিয়ে নেই। তারাও আশাবাদী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন