
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিরাপত্তার চাদরে মোড়া হচ্ছে গোটা পাকিস্তানকে। ১৭ হাজারের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করছে পাকিস্তান প্রশাসন।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের আয়োজক দেশ পাকিস্তান। ২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। ভারত না গেলেও অন্যান্য দেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর পাকিস্তান। করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে ম্যাচগুলি হবে।
সূত্রের খবর, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার নিরাপত্তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। জানা যাচ্ছে মোট ১৭,৫০০ জন নিরাপত্তারক্ষী দেওয়া হচ্ছে ম্যাচ এবং দলগুলির জন্য। যার মধ্যে লাহোর ও রাওয়াপিন্ডিতে থাকবে ১২,১০০ জন। ৭,৬০০ জন নিরাপত্তারক্ষী লাহোরে ম্যাচের দায়িত্বে থাকবেন। ৪,৫০০ জন অফিসার রাওয়ালপিন্ডির নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এই ৪৫০০ জনের মধ্যে ৪০০ জনের বেশি অফিসার স্পেশাল ব্রাঞ্চের।
এছাড়া করাচির জন্য আরও ৫০০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। তাঁরা ক্রিকেটারদের হোটেল থেকে স্টেডিয়ামে আসা এবং ফেরত যাওয়ার পথে নিরাপত্তা দেবেন। পাশাপাশি জানানো হয়েছে প্রয়োজনে ম্যাচ চলাকালীন স্নাইপার এবং আকাশপথে নজরদারিও চালানো হবে।
এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দুই গ্রুপে আছে ৪ টি করে দল। গ্রুপ এ-তে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। গ্রুপ বি-র চারটি দল হল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং ইংল্যান্ড। ফাইনাল – ৯ মার্চ। ভারতের সমস্ত ম্যাচ হবে দুবাইতে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন