Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মোতায়েন ১৭,০০০ নিরাপত্তারক্ষী! প্রস্তুতি পাক প্রশাসনের

People's Reporter: লাহোর ও রাওয়াপিন্ডিতে থাকবে ১২,১০০ জন। ৭,৬০০ জন নিরাপত্তারক্ষী লাহোরে ম্যাচের দায়িত্বে থাকবেন। ৪,৫০০ জন অফিসার রাওয়ালপিন্ডির নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - আইসিসির ফেসবুক পেজ
Published on

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিরাপত্তার চাদরে মোড়া হচ্ছে গোটা পাকিস্তানকে। ১৭ হাজারের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করছে পাকিস্তান প্রশাসন।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের আয়োজক দেশ পাকিস্তান। ২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। ভারত না গেলেও অন্যান্য দেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর পাকিস্তান। করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে ম্যাচগুলি হবে।

সূত্রের খবর, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার নিরাপত্তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। জানা যাচ্ছে মোট ১৭,৫০০ জন নিরাপত্তারক্ষী দেওয়া হচ্ছে ম্যাচ এবং দলগুলির জন্য। যার মধ্যে লাহোর ও রাওয়াপিন্ডিতে থাকবে ১২,১০০ জন। ৭,৬০০ জন নিরাপত্তারক্ষী লাহোরে ম্যাচের দায়িত্বে থাকবেন। ৪,৫০০ জন অফিসার রাওয়ালপিন্ডির নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এই ৪৫০০ জনের মধ্যে ৪০০ জনের বেশি অফিসার স্পেশাল ব্রাঞ্চের।

এছাড়া করাচির জন্য আরও ৫০০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। তাঁরা ক্রিকেটারদের হোটেল থেকে স্টেডিয়ামে আসা এবং ফেরত যাওয়ার পথে নিরাপত্তা দেবেন। পাশাপাশি জানানো হয়েছে প্রয়োজনে ম্যাচ চলাকালীন স্নাইপার এবং আকাশপথে নজরদারিও চালানো হবে।

এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দুই গ্রুপে আছে ৪ টি করে দল। গ্রুপ এ-তে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। গ্রুপ বি-র চারটি দল হল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং ইংল্যান্ড। ফাইনাল – ৯ মার্চ। ভারতের সমস্ত ম্যাচ হবে দুবাইতে।

প্রতীকী ছবি
Rohit Sharma: রঞ্জিতেও ব্যর্থ রোহিত, রান পেলেন না পন্থ-শুবমনও
প্রতীকী ছবি
IND vs ENG: ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের, ম্যাচের পরে কী জানালেন দুই দলের অধিনায়ক?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in