IND vs ENG: ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের, ম্যাচের পরে কী জানালেন দুই দলের অধিনায়ক?

People's Reporter: ইংল্যান্ডের বিরুদ্ধে মোট পাঁচটি টি-২০ খেলবে ভারত। দ্বিতীয় টি-২০ হবে ২৫ জানুয়ারি, তৃতীয়টি ২৮ জানুয়ারি, চতুর্থ টি-২০ হবে ৩১ জানুয়ারি এবং পঞ্চম টি-২০ হবে ২ ফেব্রুয়ারি।
সূর্যকুমার যাদব এবং জস বাটলার
সূর্যকুমার যাদব এবং জস বাটলারছবি - সংগৃহীত
Published on

ইডেনে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-২০ সিরিজের যাত্রা শুরু করেছে ভারত। প্রথমে ব্যাট করে ১৩২ রান তোলে ইংল্যান্ড। জবাবে ৪৩ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। ওপেনিংয়ে নেমে ৩৪ বলে ৭৯ রানের দুরন্ত ইনিংস খেলেন অভিষেক শর্মা। সঞ্জু স্যামসন ২৬ রান করেন। তবে রান পাননি অধিনায়ক সূর্যকুমার। শূন্য রান করেই ফেরেন তিনি।

ভারতের বোলাররাও অসাধারণ পারফর্ম করেন। শুরুতেই ২ উইকেট তুলে ইংল্যান্ডকে ধাক্কা দেন অর্শদীপ সিং। বরুণ চক্রবর্তী নেন ৩ উইকেট। আর হার্দিক পাণ্ডিয়া ও অক্ষর প্যাটেল নেন দুটি করে উইকেট।

ম্যাচের শেষে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, 'বোলিং নিয়ে আমাদের কিছু পরিকল্পনা ছিল। ওরা সেই প্ল্যানগুলো দারুণ কাজে লাগিয়েছে। আর ব্যাটিংটা বাড়তি পাওয়া। দক্ষিণ আফ্রিকাতেও আমরা এমন করেছিলাম। হার্দিক নতুন বলের দায়িত্ব নেওয়ায় বাড়তি স্পিনার খেলানোর সুযোগ পেয়েছি। বরুণ দুর্দান্ত খেলেছে, আর্শদীপ অসাধারণ। ফিল্ডিং আমাদের আরও ভালো করতে হবে। হাফচান্সগুলোও যাতে কাজে লাগানো যায় ভাবতে হবে'।

এদিকে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেন, 'এটা আশা করিনি। কিন্তু খেলায় হার জিত আছে। মার্ক উড দ্রুত বোলিং করেছেন, আমরা আক্রমণাত্মক হতে চাই। কিন্তু ভেন্যু টু ভেন্যু মূল্যায়ন করতে হবে।'

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে মোট পাঁচটি টি-২০ খেলবে ভারত। দ্বিতীয় টি-২০ হবে ২৫ জানুয়ারি, তৃতীয়টি ২৮ জানুয়ারি, চতুর্থ টি-২০ হবে ৩১ জানুয়ারি এবং পঞ্চম টি-২০ হবে ২ ফেব্রুয়ারি।

সূর্যকুমার যাদব এবং জস বাটলার
Sanju Samson: 'আমার ছেলে নিরাপদ নয়, চক্রান্ত হচ্ছে' - ফের সঞ্জুর বাবার নিশানায় কেরালা ক্রিকেট সংস্থা
সূর্যকুমার যাদব এবং জস বাটলার
IIT Baba: ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার নেপথ্যে রয়েছেন তিনিই! দাবি আইআইটি বাবার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in