
ইডেনে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-২০ সিরিজের যাত্রা শুরু করেছে ভারত। প্রথমে ব্যাট করে ১৩২ রান তোলে ইংল্যান্ড। জবাবে ৪৩ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। ওপেনিংয়ে নেমে ৩৪ বলে ৭৯ রানের দুরন্ত ইনিংস খেলেন অভিষেক শর্মা। সঞ্জু স্যামসন ২৬ রান করেন। তবে রান পাননি অধিনায়ক সূর্যকুমার। শূন্য রান করেই ফেরেন তিনি।
ভারতের বোলাররাও অসাধারণ পারফর্ম করেন। শুরুতেই ২ উইকেট তুলে ইংল্যান্ডকে ধাক্কা দেন অর্শদীপ সিং। বরুণ চক্রবর্তী নেন ৩ উইকেট। আর হার্দিক পাণ্ডিয়া ও অক্ষর প্যাটেল নেন দুটি করে উইকেট।
ম্যাচের শেষে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, 'বোলিং নিয়ে আমাদের কিছু পরিকল্পনা ছিল। ওরা সেই প্ল্যানগুলো দারুণ কাজে লাগিয়েছে। আর ব্যাটিংটা বাড়তি পাওয়া। দক্ষিণ আফ্রিকাতেও আমরা এমন করেছিলাম। হার্দিক নতুন বলের দায়িত্ব নেওয়ায় বাড়তি স্পিনার খেলানোর সুযোগ পেয়েছি। বরুণ দুর্দান্ত খেলেছে, আর্শদীপ অসাধারণ। ফিল্ডিং আমাদের আরও ভালো করতে হবে। হাফচান্সগুলোও যাতে কাজে লাগানো যায় ভাবতে হবে'।
এদিকে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেন, 'এটা আশা করিনি। কিন্তু খেলায় হার জিত আছে। মার্ক উড দ্রুত বোলিং করেছেন, আমরা আক্রমণাত্মক হতে চাই। কিন্তু ভেন্যু টু ভেন্যু মূল্যায়ন করতে হবে।'
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে মোট পাঁচটি টি-২০ খেলবে ভারত। দ্বিতীয় টি-২০ হবে ২৫ জানুয়ারি, তৃতীয়টি ২৮ জানুয়ারি, চতুর্থ টি-২০ হবে ৩১ জানুয়ারি এবং পঞ্চম টি-২০ হবে ২ ফেব্রুয়ারি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন