
রঞ্জিতেও ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৩ রানে ফিরলেন তিনি। শুধু রোহিত নন, তাঁর সাথে ব্যর্থ হলেন যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শুবমন গিলের মতো প্রথম সারির ব্যাটাররা।
বর্ডার গাভাসকর ট্রফিতে ব্যাটে রান পাননি রোহিত শর্মা। তাঁর ফর্ম নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়। রোহিতের পাশাপাশি ব্যর্থ হন বিরাট কোহলিও। তারপরই জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার উপর জোর দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
রঞ্জিতে মুম্বই দলের হয়ে খেলেন রোহিত। বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বই অধিনায়ক অজিঙ্কা রাহানে। ওপেনিং করতে নামেন যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। ৪ রানে ফেরেন যশস্বী। অন্যদিকে রোহিত শর্মা ১৯ বলে ৩ রান করেন। ফের একবার বড় রান করতে ব্যর্থ হলেন তিনি।
১২০ রানেই শেষ হয়ে যায় মুম্বইয়ের প্রথম ইনিংস। হার্দিক তামোরে ফেরেন ৭ রানে। অধিনায়ক রাহানে ১২ রানে আউট হন। শ্রেয়াস আইয়ার করেন ১১ রান। শিবম দুবে এবং শামস মুলানি খাতা খুলতেই পারেননি। শার্দুল ঠাকুর এবং তানুশ কোটিয়ানের পার্টানারশিপে কিছুটা এগোয় মুম্বই। শার্দুল ৫৭ বলে ৫১ রান এবং তনুশ ৩৬ বলে ২৬ রান করেন।
জম্মু ও কাশ্মীরের হয়ে ৪টি করে উইকেট নেন উমর নাজির মির এবং যুধবীর সিং। নবি নেন ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৮ রানেই ১ উইকেট হারায় জম্মু ও কাশ্মীর। দ্বিতীয় উইকেটের পতন হয় ৪৭ রানে। প্রতিবেদন লেখা পর্যন্ত কাশ্মীরের রান ২ উইকেটের বিনিময়ে ৫৭।
অন্যদিকে, কর্ণাটকের বিরুদ্ধে পাঞ্জাবের হয়ে খেলতে নামেন শুবমন গিল। তিনি মাত্র ৩ রান করে আউট হন। রান পাননি ঋষভ পন্থও। ১০ বল খেলে মাত্র ১ রান করেন ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন