
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত প্রত্যাবর্তন বার্সেলোনার। বেনফিকার বিরুদ্ধে ৩-১ গোলে পিছিয়ে থাকা ম্যাচ ৫-৪ ব্যবধানে জিতে নেন রাফিনহারা। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ৭টি ম্যাচের মধ্যে ৬টিতে জয় পেল বার্সা। অন্যদিকে সালজবার্গকে ৫-১ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় পাভলিদিসের গোলে এগিয়ে যায় বেনফিকা। যদিও ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সার হয়ে সমতা ফেরান লেভনডস্কি। ২২ মিনিটে ফের ব্যবধান বাড়ায় পাভলিদিস। ২-১ গোলের লিড নেয় বেনফিকা। ৩০ মিনিটের মাথায় পেনাল্টি পায় বেনফিকা। নিজের হ্যাটট্রিক পূরণ করেন পাভলিদিস। প্রথম ৪৫ মিনিটের খেলা শেষ হয় ৩-১ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে বিপক্ষ দলের গোলকিপারের শট লাগে রাফিনহার মাথায়। বক্সের কিছুটা বাইরে ছিলেন রাফিনহা। তাঁর মাথায় লেগে বল সোজা বিপক্ষ দলের গোলের দিকেই চলে যায়। স্কোর হয় ৩-২। কিন্তু ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করেন বার্সার রোনাল্ডো। ৪-২ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা।
একের পর এক আক্রমণ করেও খেলায় সমতা ফেরাতে পারছিলেন না গাভিরা। ৭৮ মিনিটে পেনাল্টি পায় বার্সা। ফের গোল করেন লেভনডস্কি। এরপর ৮৬ মিনিটে অসাধারণ হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান বার্সার এরিক গার্সিয়া। ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় এবং ম্যাচের জয়সূচক গোলটি আসে রাফিনহার পা থেকে।
অন্যদিকে, সালজবার্গকে ৫-১ গোলে পরাজিত করল রিয়াল মাদ্রিদ। পিএসজির কাছে ৪-২ ব্যবধানে ধরাশায়ী হয় ম্যান সিটি। গিরোনাকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান। ডায়নামো জাগরেব আর্সেনালের কাছে ৩-০ গোলে পরাজিত হয়। লেভারকুসেনকে ২-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন