Arun Vishnu: আর্থিক সমস্যার কারণে কোচিং থেকে সরে দাঁড়ালেন ভারতের অন্যতম সফল ব্যাডিমন্টন কোচ

People's Reporter: অরুণ বিষ্ণুর কোচিং-এর তৃষা জোলি এবং গায়েত্রী গোপীচাঁদ-র ডবলস জুটি বিশ্বের প্রথম ১০-এ জায়গা করে নিয়েছে। এত সাফল্যের পরেও তিনি কোচিং ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অরুণ বিষ্ণু
অরুণ বিষ্ণুছবি - সংগৃহীত
Published on

আচমকাই ব্যাডিমন্টন কোচিং করানো থেকে সরে দাঁড়াচ্ছেন ভারতের অন্যতম সফল কোচ অরুণ বিষ্ণু। যিনি পুল্লেলা গোপীচাঁদের মেয়েকেও কোচিং করান। জানা যাচ্ছে আর্থিক সমস্যার কারণে তিনি কোচিং থেকে সরে দাঁড়াচ্ছেন।

অরুণ বিষ্ণুর কোচিং-এর তৃষা জোলি এবং গায়েত্রী গোপীচাঁদ-র ডবলস জুটি বিশ্বের প্রথম ১০-এ জায়গা করে নিয়েছে। এত সাফল্যের পরেও তিনি কোচিং ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই খবর প্রকাশ্যে আসতেই সকলে অবাক হয়েছেন। পরিবার ও আর্থিক কারণে তিনি কোচিং করাবেন না বলে জানিয়েছেন।

অরুণ বিষ্ণু বলেন, 'দীর্ঘদিন ধরে কোচিং করাচ্ছি। এমন পর্যায়ে কোচিং করানোটা মিস করব। গত বছর আগস্ট মাস থেকে কোচিং ছাড়ার পরিকল্পনা করছিলাম। পরিবারকে সময় দিতে হবে। ভারতের ব্যাডমিন্টন কোচদের খুব বেশি বেতন দেওয়া হয় না। ফলে সমস্ত দিক ভাবতে হয়।'

তিনি আরও বলেন, 'অরুন্ধতীর (তাঁর স্ত্রী) বাবার বয়স হয়েছে। তিনি নাগপুরে একা থাকেন। ফলে সেখানে গিয়ে থাকা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। আর পিএসইউ থেকে জাতীয় শিবিরে কোচিংয়ের জন্য আমার অনুমোদিত ছুটি শেষ হয়ে গিয়েছিল। তাই এই সিদ্ধান্ত। ভাবছি নাগপুরেই একটা অ্যাকাডেমি শুরু করব।'

সূত্রের খবর অরুণ বিষ্ণু ভারতীয় এবং বিদেশি ব্যাডমিন্টন কোচদের বেতনের পার্থক্যও তুলে ধরেছেন। সর্বভারতীয় এক সংবাদসংস্থা সূত্রে খবর, নামকরা বিদেশি কোচরা ৮০০০-১০,০০০ ডলার বেতন পান। যার এক-চতুর্থাংশও পাননা ভারতীয় কোচরা। কেন এই বেতন বৈষম্য? তার উত্তর অবশ্য এখনও অজানা।

অরুণ বিষ্ণু
Sanju Samson: 'ওরা আমার ছেলেকে পছন্দ করে না' - চ্যাম্পিয়ন্স ট্রফিতে সঞ্জুর নাম না থাকায় ক্ষোভ বাবার!
অরুণ বিষ্ণু
IND vs ENG: নিজের প্ৰিয় ইডেনে প্রত্যাবর্তন! কী বলছেন শামি?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in