
বুধবার ক্রিকেটের নন্দনকানন ইডেনেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে ভারতীয় পেসার মহম্মদ শামির। ২০২৩ সালে বিশ্বকাপ ফাইনালের পরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তাঁর প্ৰিয় ইডেনে। আগামীকাল মাঠে নামার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন বাংলার পেসার।
বর্ডার গাভাসকার সিরিজে ভারতের দলে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। নিজের ফিটনেস প্রমাণ করতে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। অবশেষে ফিটনেস পরীক্ষায় পাস করে দেশের হয়ে নামবেন শামি।
মাঠে নামার আগে শামি বলেন, দেশের হয়ে খেলার খিদেটা যেন নষ্ট না হয়। হার্ডওয়ার্ক করার ইচ্ছে থাকলে, যাই হোক না কেন, ঠিক ফিরে আসতে হবে। চোট লাগার পর আমি বাড়িতে বসে টিভিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখেছি। তখন আর সবার মতো আমারও খারাপ লাগত। কিন্তু ফিরে আসার তাগিদটা সব সময় রেখেছি।
পাশাপাশি শামি বলেন, 'ইডেন আমার কাছে খুব প্রিয় মাঠ সেখানে ফিরে এসে ভালো লাগছে। আমি আজকে যা হয়েছি বাংলা আর ইডেনের জন্যই।' অন্যদিকে সৌরভ গাঙ্গুলি বলেন, শামি চ্যাম্পিয়ন বোলার। শামি ভারতীয় দলে থাকলে বুমরাহর উপর চাপ অনেকটাই কমে যায়। ওর কামব্যাক ইডেনে খুব ভালো হবে আশা করছি।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন