রাজনীতি করছে ভারত! চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে রোহিতের উপস্থিতি নিয়ে সরব পাক বোর্ড

People's Reporter: পাক বোর্ডের এক কর্তা জানান, বিসিসিআই ক্রিকেটে রাজনীতি আনছে, যা খেলার জন্য মোটেও ভালো নয়। তারা প্রথমে পাকিস্তানে খেলতে আসাতে আপত্তি জানালো
রোহিত শর্মা
রোহিত শর্মাছবি - রোহিত শর্মার ট্যুইটার হ্যান্ডেল
Published on

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে পাঠানো নিয়ে বিসিসিআই-কে কটাক্ষ করল পাক বোর্ড! ক্রিকেট ময়দানে ভারত রাজনীতি করছে বলেও পাকিস্তানের তরফ থেকে অভিযোগ করা হয়েছে।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনী অনুষ্ঠানে রোহিত শর্মা যাতে উপস্থিত থাকেন তা নিয়ে সুর চড়াচ্ছে পাক বোর্ড। রোহিত যাবেন কি যাবেন না তা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড নিশ্চিত কিছু জানায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক পাক বোর্ডের এক কর্তা জানান, "বিসিসিআই ক্রিকেটে রাজনীতি আনছে, যা খেলার জন্য মোটেও ভালো নয়। তারা প্রথমে পাকিস্তানে খেলতে আসাতে আপত্তি জানালো। এখন খবর আসছে তারা উদ্বোধনী অনুষ্ঠানে তাদের অধিনায়ককে (পাকিস্তানে) পাঠাতে চায় না। এমনকি এও শোনা যাচ্ছে আয়োজক দেশের নামও নিজেদের জার্সিতে লিখবে না বিসিসিআই"।

তিনি আরও জানান, আমরা বিশ্বাস করি এবিষয়ে আইসিসি পদক্ষেপ নেবে। আশা করছি পাকিস্তানের পাশে দাঁড়াবেন আইসিসি কর্তারা।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। ভারতের স্কোয়াড - রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা।

গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং পাকিস্তান ফাইনালে উঠেছিল। ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এবার ভারতের প্রথম ম্যাচ রয়েছে ২০ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিরুদ্ধে। ২৩ ফেব্রুয়ারি – ভারত বনাম পাকিস্তান। ২ মার্চ – ভারত বনাম নিউজিল্যান্ড। ভারতের সবকটি ম্যাচই হবে দুবাইতে।

রোহিত শর্মা
ISL 2024-25: টুর্নামেন্টে দশম হার, সুপার সিক্সের 'স্বপ্ন কঠিন'! বলছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার
রোহিত শর্মা
Champions Trophy 25: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ খেলবেন বুমরাহ? উত্তর নেই খোদ প্রধান নির্বাচকের কাছে!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in