

ফের হার ইস্টবেঙ্গলের। গোয়ার মাঠে এফসি গোয়ার কাছে ১-০ গোলে হেরে কার্যত শেষ ৬-র আশা শেষ লাল-হলুদের। সে কথা মেনেও নিচ্ছেন খোদ ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোন।
রবিবার ম্যাচের শুরুতেই ১৩ মিনিটের মাথায় গোল করে গোয়াকে এগিয়ে দেন ব্রাইসন ফার্নান্ডেজ। এরপর ইস্টবেঙ্গল গোল করার অনেক সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেনি। এই নিয়ে চলতি আইএসএলে দশম হার টিম লাল হলুদের।
সুপার সিক্স যে কঠিন সেটা স্বীকার করছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোন। তিনি বলেন, "সেরা ছয়ে ওঠা কঠিন। এই ম্যাচের আগেই বলেছি, টানা তিনটে ম্যাচ না জিততে পারলে তা সম্ভব নয়। এ ভাবে খেলে যেতে পারলে অবশ্য ব্যাপারটা কঠিন হবে না। তবে আমাদের আরও কার্যকরী হয়ে উঠতে হবে। একটা সেটপিসে প্রতিপক্ষের সবচেয়ে কম উচ্চতার খেলোয়াড় আমাদের গোলকিপার ও সেন্টারব্যাকের মাঝখান দিয়ে গোল করে দিল! এটা ঠিক না। সারা ম্যাচে ২৮টা ক্রস দিয়েছি আমরা, তাও গোল পাইনি। এটাও কম হতাশাজনক নয়। পরিসংখ্যান দেখুন, প্রায় ১৫টা সুযোগ তৈরি করেছি আমরা। তা সত্ত্বেও আমাদের স্ট্রাইকাররা গোল করতে পারেনি।''
ম্যাচের বিশ্লেষণ করে তিনি জানান, "এফসি গোয়া আমাদের চেয়ে কার্যকরী ফুটবল খেলেছে, সে জন্য ওদের অভিনন্দন। দুর্ভাগ্যজনক বলব না। গত দু’সপ্তাহেও এমন হয়েছে। কিছু কিছু সময়ে আমরাই খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি ভাবে করেছি। কিন্তু এই ধরনের ম্যাচে ফয়সালা হয় বক্সের মধ্যে। সেটাই হয়েছে"।
উল্লেখ্য, ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছে। যার মধ্যে মাত্র ৪টিতে জয় পেয়েছে। ২টি ড্র এবং ১০টি ম্যাচ হেরেছে। ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১১ নম্বরে আছে ইস্টবেঙ্গল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন