
মোহনবাগানের ঘরের ছেলে হলেও মোহনবাগান থেকে কেরালা ব্লাস্টার্স দলে গিয়েছিলেন প্রীতম কোটাল। এবার জানুয়ারি মাসের শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে আড়াই বছরের চুক্তিতে কেরালা ছেড়ে চেন্নাই এফসিতে যোগ দিলেন এই বাঙালি ফুটবলার।
চেন্নাইয়নের কোচ আওয়েন কয়েল প্রীতমকে পেয়ে জানান, 'আমরা প্রীতমকে পেয়ে খুশি। ভারতীয় ফুটবলের শীর্ষ স্তরে ও দীর্ঘদিন ধরে খেলছে। দেশের হয়ে ৫০টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছে এবং লিগ চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতাও রয়েছে। আশা করছি ওর অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।'
কেরালার জার্সিতে ৩৯টি ম্যাচ খেলেছেন প্রীতম। তিনি জানান, 'আবার নতুন একটা যাত্রা। আশা করছি সবকিছু ভালো হবে।' চেন্নাই ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে আছে। এখন দেখার প্রীতম আসায় পারফরমেন্সের উন্নতি হয় কিনা চেন্নাই দলের।
আইএসএল কেরিয়ারে প্রীতম ২০১৬ সালে এটিকের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। এরপর ২০১৭-য় দিল্লি ডায়নামোজে যান। বছর দেড়েক সেখানে কাটিয়ে ফিরে আসেন তৎকালীন এটিকেতে। ২০২০-তে সেখান থেকে যখন এটিকে আর মোহনবাগান সংযুক্ত হয় সেই দলে খেলেন। অধিনায়ক হিসেবে ২০২২-২৩ আইএসএলে চ্যাম্পিয়নও হন। তবে তার পরের মরসুমেই সবুজ মেরুন তাঁকে ছেড়ে দেয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন