Erling Haaland: হলান্ডের সাথে 'ঐতিহাসিক' চুক্তি ম্যান সিটির! সপ্তাহে কত টাকা পাবেন এই স্ট্রাইকার?

People's Reporter: ম্যানচেস্টার সিটির সাথে ২০৩৪ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হলেন হলান্ড। এর আগে এত দীর্ঘমেয়াদি চুক্তি হয়নি। গত মরসুমে চেলসির সাথে ৯ বছরের চুক্তি করেছিলেন কোল পারমার।
পেপ গার্দিওলা
পেপ গার্দিওলাছবি - ম্যান সিটির এক্স মাধ্যম
Published on

নরওয়ের স্ট্রাইকার আর্লিং হলান্ডের সাথে পুনরায় চুক্তিবদ্ধ হল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের নিরিখে একপ্রকার 'ঐতিহাসিক' চুক্তি এটি। ১০ বছরের জন্য হলান্ডকে সই করিয়েছে ম্যান সিটি।

ম্যানচেস্টার সিটির সাথে ২০৩৪ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হলেন হলান্ড। এর আগে এত দীর্ঘমেয়াদি চুক্তি হয়নি। গত মরসুমে চেলসির সাথে ৯ বছরের চুক্তি করেছিলেন কোল পারমার। জানা যাচ্ছে এই চুক্তির ফলে সপ্তাহে প্রায় সাড়ে ৪ কোটি (ভারতীয় মুদ্রায়) টাকা পাবেন হলান্ড।

হলান্ড বলেন, "আমি অত্যন্ত গর্বিত এবং খুশি। আমি কোচ পেপ গার্দিওলা, ক্লাব কর্তৃপক্ষ সকলের সাথে কথা বলেছি। তাঁরা আমাকে প্রথম থেকে সমর্থন করেছেন। ফলে এই সিদ্ধান্ত আমার কাছে খুবই সহজ ছিল। আমি আনন্দিত"।

ম্যান সিটির স্পোর্টিং ডিরেক্টর টিক্সিকি বেগিরিস্টেইন জানান, 'ফুটবলার হিসেবে তাঁর আমাদের ক্লাবের প্রতি ভালোবাসা এবং তাঁর প্রতি আমাদের ভরসার প্রতিফলন এই দীর্ঘমেয়াদি চুক্তি। সিটির হয়ে খেলে তিনি একাধিক রেকর্ড করেছেন। তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্ট্রাইকার। আমাদের বিশ্বাস আগামী দিনেও তিনি কঠোর পরিশ্রম করবেন এবং ক্লাবের জন্য আরও নজির গড়বেন।'

উল্লেখ্য, ২০২২ সালে ডর্টমুন্ড থেকে ম্যান সিটিতে যোগ দেন হলান্ড। তারপর থেকে একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। এখনও পর্যন্ত ১২৬ ম্যাচে ১১১টি গোল করেছেন নরওয়ের স্ট্রাইকার।

চলতি মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে রয়েছে ম্যান সিটি। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫। এই মরসুমে ম্যান সিটির হয়ে প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ১৬টি গোল করেছেন হলান্ড এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে করেছেন ৫ গোল।

পেপ গার্দিওলা
BCCI: আরও কড়া বোর্ড, বিরাটদের জন্য ১০ দফা নির্দেশিকা জারি বিসিসিআই-র!
পেপ গার্দিওলা
পুরুষদের রেকর্ড ভাঙলেন মহিলা ক্রিকেটাররা, আয়ারল্যান্ডের বিরুদ্ধে নয়া নজির ভারতের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in