BCCI: আরও কড়া বোর্ড, বিরাটদের জন্য ১০ দফা নির্দেশিকা জারি বিসিসিআই-র!

People's Reporter: ক্রিকেটারদের মধ্যে শৃঙ্খলা বৃদ্ধি করতে এবং আরও ফিটনেস তৈরি করতে এই পদক্ষেপ নিচ্ছে বোর্ড বলে জানা গেছে।
BCCI
BCCIছবি - সংগৃহীত
Published on

ভারতীয় ক্রিকেটারদের জন্য ১০ দফা নির্দেশিকা জারি করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, ক্রিকেটাররা এই নিয়ম পালন না করলে জাতীয় দলে সুযোগ পাবেন না।

ক্রিকেটারদের মধ্যে শৃঙ্খলা বৃদ্ধি করতে এবং আরও ফিটনেস তৈরি করতে এই পদক্ষেপ নিচ্ছে বোর্ড বলে জানা গেছে। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের মান যাতে আরও বৃদ্ধি পায় সেদিকেও নজর রেখেছে বিসিসিআই। বর্ডার-গাভাসকর সিরিজ হারের পর থেকেই ভারতীয় দলে তারকা ক্রিকেটারদের পারফর্ম্যান্স নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ঘরোয়া ক্রিকেটে রোহিত-বিরাটদের খেলা উচিত বলেও সুর চড়ান একাধিক প্রাক্তন তারকা। সমস্ত বিষয় বিশ্লেষণ করে ১০ দফা নিয়ম চালু করতে চলেছে বোর্ড। ইন্ডিয়া টু'ডের প্রতিবেদন অনুযায়ী ওই ১০ নির্দেশিকা হল -

১ - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পরই তারকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার পক্ষে জোর সওয়াল উঠেছিল। বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছে, জাতীয় দলে সুযোগ পেতে এবং বোর্ডের বার্ষিক চুক্তিতে থাকার জন্য প্রত্যেক ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। এতে ওই ক্রিকেটার অনুশীলনের মধ্য থাকবেন। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের উন্নতি হবে। যদি জাতীয় দলে থাকা কোনো ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট না খেলেন তাহলে কারণ সহ বোর্ডকে জানাতে হবে।

২ - অনেকে সময়ই দেখা যায় ক্রিকেটাররা বিদেশে সিরিজ খেলতে গিয়ে পরিবারের জন্য অনেক কিছুই কিনে আনেন। তাতে ব্যাগের ওজন বৃদ্ধি পায়। নতুন নিয়মে তা হবে না। বোর্ড জানিয়েছে এক মাসের বেশি সফরে গেলে ৫টির বেশি ব্যাগ নিয়ে যাওয়াই যাবে না। ৫টি ব্যাগের ওজন হবে সর্বাধিক ১৫০ কেজি। তার মধ্যে ২টি ব্যাগে শুধুমাত্র খেলার জিনিস থাকবে।

৩ - ভারতীয় ক্রিকেট প্লেয়ারদের কেউ কেউ নির্ধারিত অনুশীলনে থাকেন না। সেখানেও কড়াকড়ি করতে চলেছে বিসিসিআই। বোর্ড জানিয়েছে দলের অনুশীলনে যোগ দেওয়া বাধ্যতামূলক। দলের সাথেই অনুশীলনে যেতে হবে।

৪ - বিজ্ঞাপন নিয়েও নির্দেশিকা জারি করেছে বোর্ড। সিরিজ চলাকালীন কোনও বিজ্ঞাপন করতে পারবেন না ক্রিকেটাররা।

৫ - বোর্ডের বিভিন্ন কাজে থাকতেই হবে ক্রিকেটারদের। বিসিসিআই-র বিভিন্ন অনুষ্ঠানে থাকা বাধ্যতামূলক।

৬ - বোর্ড কোনও ক্রিকেটারকে অতিরিক্ত সুবিধা দিতে নারাজ। সেই জন্যই ক্রিকেট সফর শেষ না হওয়া পর্যন্ত দলের সাথেই সকল ক্রিকেটারদের থাকতে হবে। কেউ আগে চলে আসতে পারবেন না।

৭ - ক্রিকেটাররা বিদেশ সফরে গেলে তাঁর বান্ধবী অথবা স্ত্রী অথবা পরিবারের অন্য সদস্যরাও যান। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ৪৫ দিনের সফরে পরিবারের সদস্যরা কেবল ২ সপ্তাহর জন্য থাকতে পারবেন। তার বেশি থাকলে বোর্ড পরিবারের সদস্যদের জন্য খরচ করবে না। সমস্ত খরচ ক্রিকেটারদের ব্যক্তিগত ভাবে বহন করতে হবে। সদস্যরা কেবল একবারের জন্যই ক্রিকেটারদের সাথে যেতে পারবেন।

৮ - পরিবার সাথে গেলেও তাঁদের সাথে থাকতে পারবেন না ক্রিকেটাররা। শৃঙ্খলার কারণে সব সময় দলের সাথেই থাকতে হবে তাঁদের। পরিবারের সাথে যেতে হলে কোচ অথবা নির্বাচক কমিটির প্রধানের অনুমতি প্রয়োজন।

৯ - এবার থেকে বোর্ডের অনুমতি ছাড়া ভারতীয় ক্রিকেটাররা ব্যক্তিগত সহকারী, ম্যানেজার রাখতে পারবেন না। পাশাপাশি রাঁধুনি নিয়ে যেতেও পারবেন না।

১০ - বিদেশ সফরে বাড়তি জিনিসপত্র নিতে হলে বোর্ডের অনুমতির প্রয়োজন হবে।

BCCI
পুরুষদের রেকর্ড ভাঙলেন মহিলা ক্রিকেটাররা, আয়ারল্যান্ডের বিরুদ্ধে নয়া নজির ভারতের!
BCCI
রঞ্জি খেলবেন ঋষভ, এখনও অনিশ্চিত বিরাট! রোহিতকে দেখে শিখুক - কোহলিকে বার্তা দিল্লি ক্রিকেট বোর্ডের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in