রঞ্জি খেলবেন ঋষভ, এখনও অনিশ্চিত বিরাট! রোহিতকে দেখে শিখুক - কোহলিকে বার্তা দিল্লি ক্রিকেট বোর্ডের

People's Reporter: দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অসোক শর্মা জানান, ঋষভ পন্থ পরবর্তী রঞ্জি ম্যাচে খেলবেন।
বিরাট কোহলি
বিরাট কোহলিফাইল ছবি
Published on

রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে খেলবেন ঋষভ পন্থ। তবে এখনও অনিশ্চিত বিরাট কোহলি। দিল্লি ক্রিকেট বোর্ডের সচিব জানান বিরাটের কাছে থেকে এই নিয়ে কোনও বার্তাই তিনি পাননি।

বর্ডার গাভাসকর ট্রফিতে ১টি সেঞ্চুরি বাদে বিরাটকে বড় রান করতে দেখা যায়নি। একই ভুল একাধিকবার করে আউটও হয়েছে তিনি। কিন্তু ভুল সংশোধন করেননি। যা নিয়ে প্রাক্তন ক্রিকেটার থেকে নেটিজেন সকলের সমালোচনার মুখে পড়েন বিরাট। বিরাট, রোহিতকে রঞ্জি খেলার পরামর্শ দেন প্রাক্তন ক্রিকেটাররা। রোহিতকে রঞ্জির অনুশীলনে দেখা গেলেও বিরাটের ঘরোয়া লিগ খেলা নিয়ে কোনও খবর পাওয়া যায়নি।

দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অশোক শর্মা জানান, 'ঋষভ পন্থ পরবর্তী রঞ্জি ম্যাচে খেলবেন। তিনি নিজেই এই কথা জানিয়েছেন। দলের সাথে সরাসরি রাজকোটে যোগ দেবেন তিনি। তবে বিরাট কোহলি সম্পর্কে এখনও কোনও খবর নেই। তিনি কিছুই জানাননি। অন্যদিকে হর্ষিত রানা ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য নির্বাচিত হওয়ায় তাঁকে পাওয়া যাবে না।'

মঙ্গলবারই অশোক শর্মা জানান, "বিরাটের নাম সম্ভাব্য তালিকায় রয়েছে। রঞ্জি ট্রফি ক্যাম্প চলছে। বিরাটের উচিত মুম্বাইয়ের ক্রিকেটারদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া এবং ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলা, যখনই তিনি উপলব্ধ থাকবেন। মুম্বাইতে, এমন একটি সংস্কৃতি সর্বদাই রয়েছে যেখানে তাদের জাতীয় দলের খেলোয়াড়রা যখনই উপলব্ধ থাকেন রঞ্জি ম্যাচগুলিতে উপস্থিত হন। উত্তরাঞ্চলে, বিশেষ করে দিল্লিতে এমনটা দেখা যায় না।''

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির খারাপ পারফর্ম্যান্সের পরই সরব হন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তিনি বলেন, 'বিরাট কোহলিকে আমি অসম্মান করছি না। সে অনেক বড় মাপের ক্রিকেটার। ভারতকে অনেক কিছু দিয়েছেন তিনি। বহু ম্যাচ জিতিয়েছেন। কিন্তু একটা টেস্ট সিরিজে বার বার একইভাবে আউট হচ্ছেন। কেন আপনি ঘরোয়া ক্রিকেট খেলবেনা না? মনে হয় ১০ বছরের বেশি সময় বিরাট রঞ্জি খেলেননি। কিন্তু শচীন তেন্ডুলকর বিরাটের পরেও রঞ্জি খেলেছেন। শচীন তেন্ডুলকরের মতো একজন মহান ক্রিকেটার যদি ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন তাহলে আপনার আপত্তি কোথায়? খেললে তো আপনারই ভালো।'

বিরাট কোহলি
IND vs ENG: ইংল্যান্ড ম্যাচে ইডেনে ফিরছে অফলাইন টিকিট, দাম কত দেখে নিন
বিরাট কোহলি
Champions Trophy 25: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণা, ভারত বাদে তালিকা প্রকাশ ৭ দেশের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in