Champions Trophy 25: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণা, ভারত বাদে তালিকা প্রকাশ ৭ দেশের

People's Reporter: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ভারত বাদে সমস্ত দেশ প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছে।
দক্ষিণ আফ্রিকার দল
দক্ষিণ আফ্রিকার দলছবি - আইসিসির এক্স হ্যান্ডেল
Published on

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ভারত বাদে সমস্ত দেশ প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছে। একনজরে দেখা যাক ৭টি দেশের স্কোয়াড।

অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জস ইংলিশ, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, জস হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।

পাকিস্তান দল: মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তাইয়াব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মহম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রাউফ, আবরার আহমেদ, কামরান গুলাম, সলমন আলি আঘা, ইমাম উল হক, ফখর জামান, হাসিবুল্লাহ, আব্বাস আফ্রিদি, উসমান খান।

দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ওয়ায়ান মুলডার, লুঙ্গি এনগিড়ি, অ্যানরিক নর্টজে, কাগিসো রাবাডা, রায়ান রিকেল্টন, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস এবং রাশি ভ্যান ডার ডুসেন।

আফগানিস্তান: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, ইকরাম আলীখিল, গুলবাদিন নায়েব, আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, রাশিদ খান, এএম গজানফর, নূর আহমদ, ফজলহক ফারুকী, ফরিদ মালিক এবং নাভিদ জাদরান।

ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জো রুট, জ্যাকব বেথেল, ফিল সল্ট, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ এবং মার্ক উড।

নিউজিল্যান্ড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক ক্যাপম্যান, রাচিন রবীন্দ্র ডেভন কনওয়ে,,ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও'রোর্ক, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, লকি ফার্গুসন এবং উইল ইয়ং।

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, এমডি মাহমুদ উল্লাহ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, নাহিদ রানা এবং তানজিদ হাসান সাকিব।

উল্লেখ্য, এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দুই গ্রুপে আছে ৪ টি করে দল। গ্রুপ এ-তে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। গ্রুপ বি-র চারটি দল হল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং ইংল্যান্ড। ফাইনাল – ৯ মার্চ।

দক্ষিণ আফ্রিকার দল
Spanish Super Cup: এগিয়ে থেকেও বার্সার কাছে ৫-২ গোলে হার, ক্ষুব্ধ রিয়াল কোচ! ম্যাচ শেষ কী জানালেন?
দক্ষিণ আফ্রিকার দল
Champions Trophy 25: ইংল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকা - আফগানিস্তান ম্যাচ বয়কটের ডাক আরও এক দেশের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in