Spanish Super Cup: এগিয়ে থেকেও বার্সার কাছে ৫-২ গোলে হার, ক্ষুব্ধ রিয়াল কোচ! ম্যাচ শেষ কী জানালেন?

People's Reporter: রবিবার মধ্যরাতে মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। ম্যাচের শুরুতেই ৫ মিনিটের মাথায় কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় মাদ্রিদ।
জয়ের পর বার্সেলোনার আক্রমণভাগের সেরা ৩ অস্ত্র
জয়ের পর বার্সেলোনার আক্রমণভাগের সেরা ৩ অস্ত্রছবি - বার্সেলোনার এক্স হ্যান্ডেল
Published on

স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হল ১০ জনের বার্সেলোনা। বার্সার হয়ে জোড়া গোল করেন রাফিনহা। এই নিয়ে মোট ১৫ বার খেতাব জিতল বার্সেলোনা।

রবিবার মধ্যরাতে মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। ম্যাচের শুরুতেই ৫ মিনিটের মাথায় কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় মাদ্রিদ। ২২ মিনিটে সমতা ফেরান ইয়ামাল।

ম্যাচের ৩৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে বার্সাকে লিড দেন রবার্ট লেভনডস্কি। ৩৯ মিনিটে নিজের প্রথম এবং দলের তৃতীয় গোল করেন রাফিনফা। প্রথমার্ধের ইনজুরি টাইমে চতুর্থ গোল করেন আলেয়ান্দ্রো বালদে। ১-০ ব্যবধানে লিড নেওয়া মাদ্রিদ প্রথমার্ধ শেষে ৪-১ গোলে পিছিয়ে পড়ে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল করেন রাফিনহা। রীতিমতো মাঠজুড়ে খেলছিলেন ইয়ামালরা। কিন্তু ৫৬ মিনিটে বক্সের বাইরে এমবাপ্পেকে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সার গোলরক্ষক ওজসিয়েক শেজনি। ফ্রি কিক থেকে গোল করেন রিয়ালের রড্রিগো। তারপর কোনও দলই গোল করতে সক্ষম হয়নি। ম্যাচ শেষ হয় ৫-২ ব্যবধানে।

এই নিয়ে মোট ১৫ বার স্প্যানিশ সুপার কাপের ফাইনাল জিতল বার্সেলোনা। ১৩ বার জয়ী হয়েছে রিয়াল মাদ্রিদ।

ফাইনাল হেরে নিজের প্লেয়ারদের উপর ক্ষুব্ধ হয়েছেন মাদ্রিদ কোচ কার্লো আন্সেলোত্তি। তিনি জানান, "আমাদের বাস্তবতার দিকে তাকাতে হবে। আমরা ভালো রক্ষণ করতে পারিনি। তারা খুব সহজেই গোল করেছে। আমরা দলগত হোক বা ব্যক্তিগত কোনও জায়গাতেই ভালো করিনি। যা সত্যিই দুঃখজনক। এটাই ফুটবল। আমাদের ভক্তদের জন্য আমি দুঃখিত। আমাদের সামনের দিকে তাকাতে হবে এবং পরবর্তী খেলার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এমবাপ্পে ভালো খেলেছে। বাকিরা...ছেড়ে দিন"।

অন্যদিকে, রবিবার এফ এ কাপের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল আর্সেনাল এবং ম্যান ইউ। ৯০ মিনিট শেষ হয় ১-১ ব্যবধানে। অতিরিক্ত সময়েও ফলাফল একই থাকে। খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। যেখানে ৫-৩ ব্যবধানে জিতে যায় ম্যান ইউ। এফ এ কাপের চতুর্থ রাউন্ডে লিয়েস্টার সিটির বিপক্ষে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড।

জয়ের পর বার্সেলোনার আক্রমণভাগের সেরা ৩ অস্ত্র
Champions Trophy 25: ইংল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকা - আফগানিস্তান ম্যাচ বয়কটের ডাক আরও এক দেশের!
জয়ের পর বার্সেলোনার আক্রমণভাগের সেরা ৩ অস্ত্র
Kolkata Derby: ডার্বি জিতল মোহনবাগান, ফের কি রেফারির ভুলের মাশুল দিল ইস্টবেঙ্গল? উঠছে প্রশ্ন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in