Champions Trophy 25: ইংল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকা - আফগানিস্তান ম্যাচ বয়কটের ডাক আরও এক দেশের!

People's Reporter: আফগানিস্তান ম্যাচ বয়কট করার ডাক দিয়েছেন খোদ দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জি। আফগানিস্তানে তালিবানিদের হাতে আক্রান্ত হওয়া নারীদের পাশে দাঁড়িয়েছেন তিনি।
রাশিদ খান
রাশিদ খানছবি - রাশিদ খানের এক্স হ্যান্ডেল
Published on

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিপাকে আফগানিস্তান ক্রিকেট টিম। ইংল্যান্ডের পর এবার রাশিদ খানদের ম্যাচ বয়কটের ডাক দিল দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানে ঘটে চলা নারীদের উপর 'তালিবানি ফতোয়া' নিয়েই আপত্তি জানিয়েছে দুই দেশ। তাদের যুক্তি আফগানিস্তানে নারী স্বাধীনতা বলে কিছুই নেই।

আফগানিস্তান ম্যাচ বয়কট করার ডাক দিয়েছেন খোদ দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জি। আফগানিস্তানে তালিবানিদের হাতে আক্রান্ত হওয়া নারীদের পাশে দাঁড়িয়ে এবং গোটা তালিবানি শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রীর কথায়, সম্প্রতি আফগানিস্তানে অনেক দুঃখজনক ঘটনা ঘটেছে। বয়কটের পক্ষে জন সমর্থন রয়েছে তাঁদের কাছে। তাই আফিগানিস্তানের ম্যাচগুলি বয়কট করা উচিত বলেই মনে করছেন তিনি।

তিনি জানান, 'অন্যান্য ক্রীড়াক্ষেত্রের নিয়ামক সংস্থার মতো আইসিসি-ও ক্রীড়াক্ষেত্রে রাজনীতির প্রবেশ চায় না। সেটা আমরা জানি। আর আমি এক দেশের ক্রীড়ামন্ত্রী। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই। তবে আমাকে যদি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হত তাহলে আফগানিস্তানের বিরুদ্ধে একটাও ম্যাচ খেলতাম না।'

এর আগে ইংল্যান্ডের ১৫০ জনের বেশি রাজনৈতিক নেতা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন। মূলত তালিবানি শাসনে মহিলাদের উপর হওয়া অত্যাচার এবং নারী স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার বিরুদ্ধে সরব ইংল্যান্ড। জেরেমি করবিন, নাইজেল ফারাজের মতো পরিচিত ব্যক্তিরা তালিবানি শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছেন।

উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। গ্রুপ 'বি' তে রয়েছে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের সাথে ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার (করাচি)। আগামী ২৬ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে আফগানিস্তান (লাহোর)। এই দুটো ম্যাচ হয় কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। যদি ম্যাচ বয়কট হয় তাহলে আর্থিক ক্ষতির মুখে পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

রাশিদ খান
ICC Champions Trophy 2025: প্রকাশিত হল চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রীড়াসূচি; ভারত-পাক ম্যাচ ২৩ ফেব্রুয়ারি
রাশিদ খান
Spanish Super Cup: ১৪ বনাম ১৩! সুপার কাপ ফাইনালে ফের বার্সার সামনে রিয়াল, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in