
রবিবার মধ্যরাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। গত মরসুমের প্রতিশোধ নিতে মরিয়া ইয়ামালরা। সার্বিক পরিসংখ্যান বলছে সুপার কাপে এগিয়ে থেকেই নামবে বার্সা।
দুরন্ত ছন্দে রয়েছে দুই ক্লাবই। সার্বিক পরিসংখ্যানে বার্সা এগিয়ে থাকলেও পিছিয়ে নেই রিয়ালও। মোট ২৬ বার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সা। যার মধ্যে ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে এবং ১২ বার রানার্স হয়েছে।
অন্যদিকে রিয়াল মাদ্রিদ মোট ১৯ বার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে। যার মধ্যে ১৩টি জয় ও ৬টি হার রয়েছে রিয়ালের।
স্পেনের দুই ক্লাব ফাইনালে মুখোমুখি হয়েছে মোট ৯ বার। যার মধ্যে ৭ বার জিতেছে রিয়াল মাদ্রিদ। ২ বার জিতেছে বার্সেলোনা। এই প্রতিযোগিতার ফাইনালে দুই দল প্রথম মুখোমুখি হয় ১৯৮৮ সালে। যেখানে বার্সাকে ৪-১ (দুটি লেগ মিলিয়ে) গোলে হারায় রিয়াল মাদ্রিদ। ১৯৯০ সালেও হারতে হয় বার্সেলোনাকে (৫-১)। ১৯৯৩ সালে ফের বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ (৪-২)। ১৯৯৭ সালে ফাইনালে রিয়ালের কাছে পরাজিত হয় বার্সেলোনা (৫-৩)।
২০১১ সালে প্রথম সুপার কাপ ফাইনালে রিয়ালের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় বার্সেলোনা (৫-৪)। ২০১২ সালে ফের জয় পায় রিয়াল (৪-৪, অ্যাওয়ে গোলের নিরিখে জয় রিয়ালের)। ২০১৭ সালে পুনরায় মুখোমুখি হয় দুই দল। এই ম্যাচে জয় পায় রিয়াল (৫-১)। ২০২৩ সালে রিয়ালকে হারিয়ে খেতাব জেতে বার্সেলোনা (৩-১)। গত মরসুমে বার্সাকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মাদ্রিদ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন