

বহুবছর পরে ফিরলো ইডেনে অফলাইন টিকিট জমানা। আগামী ২২ জানুয়ারি ইডেনে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ। সেই ম্যাচের জন্য অনলাইনের পাশাপাশি রাখা হবে অফলাইন টিকিটও।
১৪ থেকে ১৬ জানুয়ারি ৪ নম্বর গেট থেকে অফলাইনে টিকিট বিক্রি হবে। থাকবে অনলাইন টিকিটও। টিকিটের দাম ৮০০ টাকা, ১৩০০ টাকা, ২০০০ টাকা এবং ২৫০০ টাকা। ১৭ ও ১৮ জানুয়ারি অ্যানুয়াল আর লাইফ মেম্বারদের টিকিট দেওয়া হবে। প্রথম ডিভিশন ক্লাবগুলোর জন্য ২৫০ করে টিকিট আর দ্বিতীয় ডিভিশন ক্লাবগুলোর জন্য ১৯০ করে টিকিট বরাদ্দ।
এখনও ভারত ইংল্যান্ড ম্যাচ নিয়ে টিকিটের চাহিদা তৈরী হয়নি। তবে সিএবি আশা করছে এবার ইডেন ভরবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে টি২০ ম্যাচে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। আর ইডেনেই চোট সারিয়ে ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পরে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করবেন বাংলার পেসার মহম্মদ শামি। ৫টি টি২০ আর ৩ টি একদিনের ম্যাচ খেলতে ভারতে আসছে টিম ইংল্যান্ড।
টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল - সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিংকু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন