Champions Trophy 25: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ খেলবেন বুমরাহ? উত্তর নেই খোদ প্রধান নির্বাচকের কাছে!

People's Reporter: আগরকর বলেন, হাতে এখনও ১ মাসের বেশি সময় রয়েছে। আশা করছি বুমরাহ ফিট হয়ে যাবে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ওয়ান ডে'তে তিনি খেলতে পারবেন না।
অজিত আগরকর এবং রোহিত শর্মা
অজিত আগরকর এবং রোহিত শর্মাছবি - বিসিসিআই-র এক্স হ্যান্ডেল
Published on

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারত। রাখা হয়েছে জসপ্রীত বুমরাহকে। তবে তিনি কতটা ফিট তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি খোদ প্রধান নির্বাচক অজিত আগরকর।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগরকর। ভারতের প্রথম ম্যাচ রয়েছে ২০ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচে কি বুমরাহকে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে আগরকর বলেন, 'হাতে এখনও ১ মাসের বেশি সময় রয়েছে। আশা করছি বুমরাহ ফিট হয়ে যাবে।'

পাশাপাশি আগরকর বলেন, 'বুমরাহ ফিট না হলে পরের বিষয়ে ভাবতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ওয়ান ডে'তে তিনি খেলতে পারবেন না। আমরা তাঁর ফিটনেসের জন্য অপেক্ষা করছি। ফেব্রুয়ারির শুরুতে মেডিকেল টিমের কাছ থেকে বুমরাহর অবস্থা জানতে পারব। তাঁর ফিটনেস দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'

অন্যদিকে মহম্মদ শামির দলে থাকা নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেখায় অধিনায়ক রোহিতকে। তিনি জানান, 'চোটের কারণে অনেকদিন জাতীয় দলের বাইরে রয়েছেন শামি। তবে ঘরোয়া ক্রিকেট খেলেছে। পাশাপাশি ইংল্যান্ড সিরিজেও সুযোগ পেয়েছে। আশা করছি ভাল ছন্দেই থাকবে।'

তিনি আরও জানান, সাদা বলের ক্রিকেটে মহম্মদ শামি কতটা ভয়ঙ্কর তা ২০২৩ বিশ্বকাপেই আমরা দেখেছি। ফলে ওর দলে থাকা বাড়তি অ্যাডভান্টেজ আমাদের কাছে।

ভারতের স্কোয়াড - রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা।

অজিত আগরকর এবং রোহিত শর্মা
Champions Trophy 25: চ্যাম্পিয়ন্স ট্রফিতে 'শক্তিশালী' ১৫ সদস্যের দল ঘোষণা ভারতের, বাদ পড়লেন সিরাজ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in