Champions Trophy 25: চ্যাম্পিয়ন্স ট্রফিতে 'শক্তিশালী' ১৫ সদস্যের দল ঘোষণা ভারতের, বাদ পড়লেন সিরাজ

People's Reporter: এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দুই গ্রুপে আছে ৪ টি করে দল। গ্রুপ এ-তে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ।
ভারতীয় ক্রিকেট টিম
ভারতীয় ক্রিকেট টিমছবি - বিসিসিআই-র ট্যুইটার
Published on

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই। স্কোয়াডে রাখা হয়েছে মহম্মদ শামিকে। পাশাপাশি জসপ্রীত বুমরাহ-র নামও রাখা হয়েছে। দলে নেই মহম্মদ সিরাজ।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত বাদে সব দেশই নিজেদের প্রাথমিক দল ঘোষণা করেছিল। এবার রোহিত শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতের স্কোয়াড - রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা।

বুমরাহ-র থাকা নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। কারণ তাঁর চোট রয়েছে। তবে তাঁর নাম দলে থাকায় উচ্ছ্বসিত ভারতীয় সমর্থকরা। সাথে দলে ফিরেছেন মহম্মদ শামি। বাদ পড়লেন মহম্মদ সিরাজ। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে আর্শদীপ সিং-কে।

এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দুই গ্রুপে আছে ৪ টি করে দল। গ্রুপ এ-তে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। গ্রুপ বি-র চারটি দল হল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং ইংল্যান্ড। ফাইনাল – ৯ মার্চ।

ভারতের প্রথম ম্যাচ রয়েছে ২০ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিরুদ্ধে। ২৩ ফেব্রুয়ারি – ভারত বনাম পাকিস্তান। ২ মার্চ – ভারত বনাম নিউজিল্যান্ড। ভারতের সবকটি ম্যাচই হবে দুবাইতে।

ভারতীয় ক্রিকেট টিম
Erling Haaland: হলান্ডের সাথে 'ঐতিহাসিক' চুক্তি ম্যান সিটির! সপ্তাহে কত টাকা পাবেন এই স্ট্রাইকার?
ভারতীয় ক্রিকেট টিম
BCCI: আরও কড়া বোর্ড, বিরাটদের জন্য ১০ দফা নির্দেশিকা জারি বিসিসিআই-র!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in