
বুধবার থেকে শুরু ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজ। বর্ডার গাভাসকর সিরিজে ভারতের ব্যর্থতা। তারপর ক্রিকেটারদের উপর বোর্ডের নানা বিধিনিষেধ। এই অবস্থায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।
বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা টি-২০ থেকে অবসর নিয়েছেন। দলের ক্যাপ্টেন্সি করবেন সূর্যকুমার যাদব আর দলের সহ অধিনায়ক অক্ষর প্যাটেল। গত টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক হলেন অক্ষর প্যাটেল। সোমবার ইডেনে সাংবাদিক সম্মেলন করেন তিনি।
অক্ষর বলেন, একটা নতুন টিম তৈরি হচ্ছে। সবে টিমের সঙ্গে একদিন প্র্যাক্টিস করেছি। লিডারশিপ গ্রুপে এসেছি, এটা ঘটনা। লিডারশিপ গ্রুপে এলে অনেক ছোট ছোট বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে হয়, আলোচনা করতে হয়। কোন পরিস্থিতিতে কেমন খেলবে টিম, কী ভাবছি আমরা, সূর্যর সঙ্গে সে সব বিষয় নিয়ে কথা হয়েছে।
তিনি আরও বলেন, 'যত বেশি ম্যাচ খেলব টিম হিসেবে, ততই নিজেদের বোঝাপড়া আরও ভালো হবে। টি-২০ বিশ্বকাপ এক বছর পর। সে দিকে তাকিয়ে পরীক্ষা-নীরিক্ষা চালাতে হবে। আগের বিশ্বকাপ জয়টা মাথায় থাকবে। তবে ওটা নিয়ে বসে থাকলে হবে না। আমাদের সামনের দিকে তাকাতে হবে।'
২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের পর চোট সারিয়ে দলে ফিরেছেন পেসার মহম্মদ শামি। শামিকে নিয়ে অক্ষর জানান, ''এর আগে শামির বোলিং আমরা বিজয় হাজারেতে দেখেছি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও শামি খেলেছেন। তাঁর মতো সিনিয়র ক্রিকেটার দলে এলে তা দলকে আরও শক্তিশালী করে। আমরা জানি নতুন বলে শামি কী করতে পারেন। আমরা আশা করছি বিশ্বকাপের সময় শামি যেমন পারফরম্যান্স করেছিলেন তেমনই আবার করবেন।''
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন