
মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ক্লাব আল হিলালের সাথে সম্পর্ক ছিন্ন করলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। নিজের পুরনো ক্লাব স্যান্টোসে ফিরতে পারেন তিনি।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আল হিলালের সাথে চুক্তি ছিল নেইমার জুনিয়রের। কিন্তু তার ৫ মাস আগেই চুক্তি ছেড়ে বেরিয়ে এলেন তিনি। আল হিলালের পক্ষ থেকে জানানো হয়, আল হিলাল এবং নেইমার জুনিয়র পারস্পরিক সম্মতিতে চুক্তি বাতিল করতে সম্মত হয়েছে। নেইমারের জন্য অনেক শুভকামনা এবং ধন্যবাদ জানাই।
২০২৩ সালের আগস্ট মাসে সৌদি আরবের আল হিলালে যোগ দেন নেইমার। ১৮ মাসে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন ক্লাবের হয়ে। চোটের কারণে বেশিরভাগ সময়ই ছিলেন মাঠের বাইরে। যা নিয়ে ক্লাব কর্তৃপক্ষ অসন্তুষ্ট হন।
কয়েক দিন আগেই মেসি ও সুয়ারেজের সাথে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন নেইমার। তিনি বলেছিলেন, মেসি, সুয়ারেজের সাথে আবার খেলতে পারলে দারুণ হবে। এখনও ওদের সাথে যোগাযোগ আছে আমার। তিনজনকে আবার একসাথে দেখা যেতেই পারে। আমরা খেলতেই পারি এক সাথে। ভবিষ্যতে কী হবে তা বলা যায় না।'
সূত্রের খবর, নিজের পুরনো ক্লাব স্যান্টোসে ফিরতে পারেন নেইমার। জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) লেখেন, স্যান্টোসে ফিরছেন নেইমার। কার্যত এই খবর নিশ্চিত হয়ে গেছে। স্যান্টোসের সাথে চুক্তিবদ্ধ হতে চলেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্যান্টোসের হয়ে খেলেছেন নেইমার। ১৭৭টি ম্যাচে ১০৭টি গোলও করেন। তারপর ২০১৩-২০১৭ পর্যন্ত বার্সার হয়ে খেলেন। ১২৩ ম্যাচে ৬৮টি গোল করেছেন তিনি। ২০১৭-২০২৩ সাল পর্যন্ত প্যারিস সাঁ জাঁ-র হয়ে ১১২ ম্যাচে ৮২টি গোল করেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন