ISL 2024-25: এশিয়ার বৃহত্তম টিফো থেকে টুটু বসুর টিফো, যুবভারতী দেখলো মোহনবাগানি আবেগ!

People's Reporter: মোহনবাগান-বেঙ্গালুরু এফসি ম্যাচে যুবভারতীতে একাধিক টিফো প্রদর্শন করলেন মোহনবাগান সমর্থকরা।
এশিয়ার বৃহত্তম টিফো
এশিয়ার বৃহত্তম টিফোছবি - সংগৃহীত
Published on

২৫ হাজার স্কোয়ার ফুটের হাতে আঁকা টিফো প্রদর্শন করে রেকর্ড গড়লো মোহনবাগান। পৃথিবীর অন্যতম বৃহত্তম টিফো এটি বলে মনে করা হচ্ছে। টিফোর রেকর্ডের পাশাপাশি বেঙ্গালুরুকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো সবুজ-মেরুন ব্রিগেড।

মোহনবাগান-বেঙ্গালুরু এফসি ম্যাচে যুবভারতীতে একাধিক টিফো প্রদর্শন করলেন মোহনবাগান সমর্থকরা। এর মধ্যে একটি এশিয়ার বৃহত্তম টিফো বলে মনে করা হচ্ছে। খরচ হয়েছে প্রায় ৭ সাত লাখ টাকা। সূত্রের খবর, মোহনবাগানের ফ্যান ক্লাবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩.৫ লাখ টাকা ছিল। টিফো তৈরিতে সেটাকে কাজে লাগানো হয়। আর বাকি টাকা আসে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে। বিভিন্ন জায়গা থেকে সমর্থকরা ডোনেট করেন। এমনকি বিদেশ থেকেও ডোনেট করেন অনেকে।

প্রায় ২০ দিন ধরে এই টিফো বানানো হয়েছে হাওড়ার আন্দুলে। ২০ জন সদস্যমিলে এই টিফো বানানোর কাজ করেন। টিফোতে মোহনবাগানের ১৯১১ সালের ২৯ জুলাই আইএফএ শিল্ড জয়ের ছবি থেকে একাধিক আবেগের ছবিকে তুলে ধরা হয়েছে।

এছাড়া মোহনবাগান সভাপতি টুটু বসুর মোহনবাগানের প্রতি অবদানের কথা মাথায় রেখেও একটি টিফো বানানো হয়। ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে মোহনবাগানের লড়াইকেও আনা হয়েছিল টিফোতে। সেখানে নজর কেড়ে নেয় মেরিনার্স এরিনার টিফো।

মোহনবাগানের টিফো
মোহনবাগানের টিফোছবি - সংগৃহীত

টুটু বসুর টিফোতে তাঁর মুষ্টিবদ্ধ ডান হাত আকাশের দিকে তুলে ধরা আছে। উপরে লেখা, ‘টুটু বোস, দ্য আনফরগটেন হিরো!’ তার পাশে চিমা ওকোরি, কৃশানু-বিকাশদের ছবি রয়েছে। অর্থাৎ টুটু বসু মোহনবাগানের সভাপতি থাকার সময় চিমা, কৃশানু ও বিকাশদের দলে নিয়ে যে দৃষ্টান্ত করেছিলেন সেই ছবি টিফোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।

এশিয়ার বৃহত্তম টিফো
National Games: সন্তোষের মতো ন্যাশনাল গেমসেও পদক পেলেই চাকরি! ঘোষণা রাজ্য সরকারের
এশিয়ার বৃহত্তম টিফো
ICC: বর্ষসেরা টেস্ট ক্রিকেটার জসপ্রীত বুমরাহ! টি-২০ ও মহিলাদের ওয়ান ডে'তেও সেরা ভারতীয়রা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in