National Games: সন্তোষের মতো ন্যাশনাল গেমসেও পদক পেলেই চাকরি! ঘোষণা রাজ্য সরকারের

People's Reporter: ২৮ জানুয়ারি থেকে উত্তরাখণ্ডে শুরু হচ্ছে ৩৮তম জাতীয় গেমস। বাংলার হয়ে পদক পেলেই মিলবে যোগ্যতা অনুযায়ী পুলিশে চাকরি।
National Games: সন্তোষের মতো ন্যাশনাল গেমসেও পদক পেলেই চাকরি! ঘোষণা রাজ্য সরকারের
ছবি - সংগৃহীত
Published on

এবার জাতীয় গেমসে পদক জিতলেই বাংলার খেলোয়াড়দের সরকারি চাকরি নিশ্চিত। এর আগে সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবলারদের চাকরি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সুযোগ পাবেন বাংলার অন্যান্য খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়রাও।

২৮ জানুয়ারি থেকে উত্তরাখণ্ডে শুরু হচ্ছে ৩৮তম জাতীয় গেমস। বাংলার হয়ে পদক জিতলেই মিলবে যোগ্যতা অনুযায়ী চাকরি। পুলিশেই নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সোনা–রুপো–ব্রোঞ্জ জিতলে যথাক্রমে তিন, দুই ও এক লক্ষ টাকা আর্থিক পুরস্কারও দেওয়া হবে।

বিওএ–র এক প্রেস মিটে রাজ্য সরকারের তরফে বাংলার ক্রীড়াবিদদের জন্য চাকরি ও আর্থিক পুরস্কারের ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে বিওএ কর্তারা ছাড়াও ছিলেন ক্রীড়া দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা। তিনি জানান, ক্রীড়াবিদদের জন্য ক্রীড়ানীতি তৈরি করা হচ্ছে, যা খুব শীঘ্রই প্রকাশ করা হবে।

এই প্রসঙ্গে বিওএ'র সহ-সভাপতি বিশ্বরূপ দে বলেন, "প্লেয়ারদের শৃঙ্খলাবদ্ধ রাখতে এই নিয়ম তৈরি করা হবে।" জাতীয় গেমসের জন্য রাজ্য সরকার পুরো টিমকে (৩৯৫ জন) জার্সি ও ক্রীড়া সরঞ্জাম দিচ্ছে। এছাড়া বাংলা দলকে উত্তরাখণ্ডে পাঠানোর জন্য ৩৩ লক্ষ টাকা খরচ করছে রাজ্য সরকার। গত গেমসে বাংলা ১৮ নম্বর স্থানে ছিল। মোটামুটি সেরা তারকাদের নিয়েই জাতীয় গেমসে যাচ্ছে বাংলা।

National Games: সন্তোষের মতো ন্যাশনাল গেমসেও পদক পেলেই চাকরি! ঘোষণা রাজ্য সরকারের
ICC: বর্ষসেরা টেস্ট ক্রিকেটার জসপ্রীত বুমরাহ! টি-২০ ও মহিলাদের ওয়ান ডে'তেও সেরা ভারতীয়রা
National Games: সন্তোষের মতো ন্যাশনাল গেমসেও পদক পেলেই চাকরি! ঘোষণা রাজ্য সরকারের
IM Vijayan: নবম ভারতীয় ফুটবলার হিসেবে 'পদ্মশ্রী' পেলেন বিজয়ন, কাকে উৎসর্গ করলেন এই সম্মান?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in