Sachin Tendulkar: শচীনকে 'লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' BCCI-র! বিশেষ পুরস্কার অশ্বিনকেও

People's Reporter: ভারতের হয়ে ২০০টি টেস্ট ম্যাচে ১৫৯২১ রান রয়েছে শচীনের। যার মধ্যে ৫১টি সেঞ্চুরি এবং ৬৮টি হাফসেঞ্চুরি রয়েছে।
শচীন তেন্ডুলকর
শচীন তেন্ডুলকরছবি - শচীন তেন্ডুলকরের ফেসবুক পেজ
Published on

ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকরকে সি কে নাইডু 'লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর।

তিনি যে কিংবদন্তি ক্রিকেটার তা নতুন করে প্রমাণ করার কিছু নেই। গোটা ক্রিকেট বিশ্ব তাঁকে 'মাস্টার ব্লাস্টার' নামেই জানে। দেশের হয়ে একাধিক রেকর্ড রয়েছে তাঁর দখলে। এবার তাঁকে জীবনকৃতি সম্মানে সম্মানিত করতে চলেছে বিসিসিআই। সূত্রের খবর, শনিবার অর্থাৎ আজ এই সম্মান দেওয়া হবে শচীনকে। তবে বিসিসিআই-র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তবে শুধু শচীন নয়, আরও একাধিক ভারতীয় ক্রিকেটারকে পুরস্কৃত করা হবে অন্যান্য সম্মানে। তার মধ্যে রয়েছেন জসপ্রীত বুমরাহ, স্মৃতি মন্ধানা, সরফরাজ খান এবং আশা শোভানা। এছাড়া সদ্য অবসর নেওয়া অশ্বিনকেও বিশেষ সম্মান দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

ভারতের হয়ে ২০০টি টেস্ট ম্যাচে ১৫৯২১ রান রয়েছে তাঁর। যার মধ্যে ৫১টি সেঞ্চুরি এবং ৬৮টি হাফসেঞ্চুরি রয়েছে। গড় ৫৩.৭৮। সর্বোচ্চ রান অপরাজিত ২৪৮। ওয়ান ডে ক্রিকেটে দেশের হয়ে ৪৬৩টি ম্যাচ খেলেছেন তিনি। ৪৪.৮৩ গড়ের সাথে ১৮৪২৬ রান করেছেন তিনি। ঝুলিতে রয়েছে ৪৯টি সেঞ্চুরি এবং ৯৬টি হাফসেঞ্চুরি রয়েছে। সর্বাধিক রান অপরাজিত ২০০। তাছারা দেশের হয়ে মাত্র একটি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি।

উল্লেখ্য, এর আগে লালা অমরনাথ, সৈয়দ মুস্তাক আলি, বিজয় হাজারে, কে এন প্রভু, হেমু অধিকারী, সুভাষ গুপ্তে, মনসুর আলি খান পতৌদি, বিবি নিম্বালকর, চান্দু বোর্দে, বিশান সিং বেদী, এস ভেঙ্কটারাঘবন, ইএএস প্রসন্ন, বিএস চদ্রশেখর, মোহিন্দর অমরনাথ, সেলিম দুরানি, অজিত ওয়াদেকর, সুনীল গাভাসকর, কপিল দেব, দিলীপ ভেঙ্গসরকর, সৈয়দ কিরমানি, রাজিন্দর গোয়েল, অংশুমান গায়কোয়াড়, পদ্মকর শিবালকর, কে শ্রীকান্ত, ফারোখ ইঞ্জিনিয়ার এবং রবি শাস্ত্রী এই পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।

শচীন তেন্ডুলকর
Virat Kohli: সুখের হল না রঞ্জি প্রত্যাবর্তন, স্টেডিয়াম ভর্তি দর্শককে হতাশ করলেন বিরাট
শচীন তেন্ডুলকর
Wriddhiman Saha: 'আবেগপ্রবণ হতে চাই না' - ইডেনে বাংলার হয়ে শেষ ম্যাচ ঋদ্ধির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in