

সুখের হল না বিরাট কোহলির রঞ্জি প্রত্যাবর্তন। মাত্র ৬ রানেই আউট হয়ে ফিরলেন 'কিং' কোহলি। প্রিয় ক্রিকেটারের খেলা দেখতে গিয়ে রীতিমতো হতাশ সমর্থকরা।
১২ বছর পর রঞ্জিতে দিল্লির হয়ে ব্যাট করতে নামলেন বিরাট। কিন্তু ফের ব্যর্থ হলেন বড় রান করতে। চার নম্বরে ব্যাট করতে নামেন তিনি। ১৫ বল খেলে মাত্র ৬ রান করেন কোহলি। রেলওয়েজের হিমাংশু সাঙ্গওয়ানের বোলে আউট হন।
২০১৩ সালে শেষবার দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলেছিলেন বিরাট। গতকাল বিরাটকে দেখতে হুড়োহুড়ি বেধে যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। গতকাল থেকেই প্রত্যাশার থেকে অতিরিক্ত পরিমাণ দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে থাকেন। প্রবেশ বিনামূল্যে হওয়ায় ভিড় অনেক বেশি হয়। এমনকি এক সমর্থক খেলা চলাকালীন নিরপত্তা বেষ্টনী টপকে মাঠের মধ্যে প্রবেশ করেন। সোজা চলে যান বিরাট কোহলির কাছে। তাঁর পা ধরে মাঠের মধ্যেই শুয়ে পড়েন। তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীরা ওই সমর্থককে সরিয়ে নিয়ে যান। বিশৃঙ্খলার জেরে আহত হন একাধিক সমর্থক।
উল্লেখ্য, প্রথম ইনিংসে ব্যাট করে ২৪১ রান করে রেলওয়েজ। জবাবে ব্যাট করতে নেমে ১১ রানেই প্রথম উইকেট হারায় দিল্লি। পরে সনৎ সাঙ্গওয়ান এবং যশ ধুলের ৬৭ রানের পার্টনারশিপে কিছুটা এগোয় দিল্লি। যশ আউট হন ৩২ রানে এবং সনৎ সাঙ্গওয়ান ফেরেন ৩০ রানে। প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চের আগে ৫২ রানে অপরাজিত আছেন অধিনায়ক আয়ুশ বাদোনি এবং ২৮ রানে অপরাজিত আছেন সুমিত মাথুর। ৪ উইকেট হারিয়ে দিল্লির রান ১৬৮।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন