Virat Kohli: সুখের হল না রঞ্জি প্রত্যাবর্তন, স্টেডিয়াম ভর্তি দর্শককে হতাশ করলেন বিরাট

People's Reporter: ১২ বছর পর রঞ্জিতে দিল্লির হয়ে ব্যাট করতে নামলেন বিরাট। কিন্তু ফের ব্যর্থ হলেন বড় রান করতে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - বিরাট কোহলির ফেসবুক পেজ
Published on

সুখের হল না বিরাট কোহলির রঞ্জি প্রত্যাবর্তন। মাত্র ৬ রানেই আউট হয়ে ফিরলেন 'কিং' কোহলি। প্রিয় ক্রিকেটারের খেলা দেখতে গিয়ে রীতিমতো হতাশ সমর্থকরা।

১২ বছর পর রঞ্জিতে দিল্লির হয়ে ব্যাট করতে নামলেন বিরাট। কিন্তু ফের ব্যর্থ হলেন বড় রান করতে। চার নম্বরে ব্যাট করতে নামেন তিনি। ১৫ বল খেলে মাত্র ৬ রান করেন কোহলি। রেলওয়েজের হিমাংশু সাঙ্গওয়ানের বোলে আউট হন।

২০১৩ সালে শেষবার দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলেছিলেন বিরাট। গতকাল বিরাটকে দেখতে হুড়োহুড়ি বেধে যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। গতকাল থেকেই প্রত্যাশার থেকে অতিরিক্ত পরিমাণ দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে থাকেন। প্রবেশ বিনামূল্যে হওয়ায় ভিড় অনেক বেশি হয়। এমনকি এক সমর্থক খেলা চলাকালীন নিরপত্তা বেষ্টনী টপকে মাঠের মধ্যে প্রবেশ করেন। সোজা চলে যান বিরাট কোহলির কাছে। তাঁর পা ধরে মাঠের মধ্যেই শুয়ে পড়েন। তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীরা ওই সমর্থককে সরিয়ে নিয়ে যান। বিশৃঙ্খলার জেরে আহত হন একাধিক সমর্থক।

উল্লেখ্য, প্রথম ইনিংসে ব্যাট করে ২৪১ রান করে রেলওয়েজ। জবাবে ব্যাট করতে নেমে ১১ রানেই প্রথম উইকেট হারায় দিল্লি। পরে সনৎ সাঙ্গওয়ান এবং যশ ধুলের ৬৭ রানের পার্টনারশিপে কিছুটা এগোয় দিল্লি। যশ আউট হন ৩২ রানে এবং সনৎ সাঙ্গওয়ান ফেরেন ৩০ রানে। প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চের আগে ৫২ রানে অপরাজিত আছেন অধিনায়ক আয়ুশ বাদোনি এবং ২৮ রানে অপরাজিত আছেন সুমিত মাথুর। ৪ উইকেট হারিয়ে দিল্লির রান ১৬৮।

প্রতীকী ছবি
Mohammedan SC: নাটকীয় মোড় মহামেডানে, ফের ফিরছেন কোচ চেরনিশভ!
প্রতীকী ছবি
Wriddhiman Saha: 'আবেগপ্রবণ হতে চাই না' - ইডেনে বাংলার হয়ে শেষ ম্যাচ ঋদ্ধির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in