Wriddhiman Saha: 'আবেগপ্রবণ হতে চাই না' - ইডেনে বাংলার হয়ে শেষ ম্যাচ ঋদ্ধির

People's Reporter: ঋদ্ধি জানান, 'আমি আবেগে ভেসে যাওয়ার মানুষ নই। ২৮ বছর ধরে ওয়ার্ম আপ করতে হয়েছে। তা আর করতে হবে না ভেবে আমি খুশি '৷
ঋদ্ধিমান সাহা
ঋদ্ধিমান সাহাফাইল ছবি সংগৃহীত
Published on

ক্রিকেটজীবনের শেষ ম্যাচ বাংলার হয়ে খেলে অবসর নিচ্ছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। বৃহস্পতিবার পঞ্জাবের বিরুদ্ধে এই মরসুমে নিজেদের শেষ রঞ্জি ম্যাচে নামলো বাংলা।

রঞ্জির নকআউটে বাংলার আর যাওয়ার সম্ভবনা নেই। ফলে এটাই বাংলার শেষ ম্যাচ। এদিন ইডেনে তার আগে ঋদ্ধিকে ছোটো করে সংবর্ধনা দিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। শেষবার নামার আগে ঋদ্ধি জানান, 'আমি আবেগে ভেসে যাওয়ার মানুষ নই। ২৮ বছর ধরে ওয়ার্ম আপ করতে হয়েছে। তা আর করতে হবে না ভেবে আমি খুশি ৷ দল জিতলেই আমি খুশি। আমার রান যদি দলের জয়ে কাজে লাগে, তাহলে খুশি হব। শেষবারের মতো হয়তো কিপিং গ্লাভস পরবো'।

তিনি আরও বলেন, 'দলের প্রয়োজনে সবসময় পরামর্শ দিয়ে এসেছি। আগামী চারদিনও তাই করব। বাংলার হয়ে ভবিষ্যতে যদি কোচিং করার সুযোগ পাই অবশ্যই করব। যা হয়েছি বাংলার জন্য। বাংলাকে কিছু দিয়ে যেতে পারলে ভালো লাগবে। এই মরসুমটা শুধু আমার স্ত্রী রোমি আর দাদির (সৌরভ গঙ্গোপাধ্যায় ) অনুরোধে খেললাম।'

টস জিতে ব্যাটিং করছে পঞ্জাব। তবে বাংলার বোলিংয়ে বেশ চাপে পঞ্জাবের ব্যাটাররা। প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চের আগের পাঞ্জাবের রান ৬ উইকেটের বিনিময়ে ৯৫। সুরুজ সিন্ধু জয়সওয়াল এবং সুমিত মোহন্তর দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাঞ্জাবের ব্যাটিং লাইন আপ। বাংলার দুই বোলারই ৩টি করে উইকেট সংগ্রহ করেছেন।

ঋদ্ধিমান সাহা
Mohammedan: বেতনহীন ৩ মাস! কর্তাদের প্রতি একরাশ অভিযোগ তুলে পদত্যাগ মহামেডান কোচের
ঋদ্ধিমান সাহা
Steve Smith: চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে নজির, টেস্টে ১০০০০ রানের মাইলফলক স্পর্শ স্মিথের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in