Steve Smith: চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে নজির, টেস্টে ১০০০০ রানের মাইলফলক স্পর্শ স্মিথের

People's Reporter: বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া। সেখানেই রেকর্ড গড়লেন স্মিথ। ১১৫ ম্যাচে ২০৫ ইনিংসে ১০ হাজার রান করলেন তিনি।
স্টিভ স্মিথ
স্টিভ স্মিথফাইল চিত্র
Published on

চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন স্টিভ স্মিথ। পাশাপাশি ১০ হাজারের বেশি রান থাকা ব্যাটারদের গড়ের নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ গড় রয়েছে তাঁর। প্রথম স্থানে আছেন প্রাক্তন শ্রীলঙ্কান তারকা কুমার সাঙ্গাকারা।

অনেকেই ভেবেছিলেন বর্ডার গাভাসকর ট্রফিতেই ১০ হাজার রান পূরণ হয়ে যাবে স্মিথের। কিন্তু তা সম্ভব হয়নি। বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া। সেখানেই রেকর্ড গড়লেন স্মিথ। ১১৫ ম্যাচে ২০৫ ইনিংসে ১০ হাজার রান করলেন তিনি। এর আগে রিকি পন্টিং, অ্যালন বর্ডার এবং স্টিভ ওয়া টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করেছিলেন।

পাশাপাশি অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে দ্বিতীয় দ্রুততম (ইনিংসের নিরিখে) ১০ হাজার রান করলেন স্মিথ। পন্টিং ১০ হাজার রান করেছিলেন ১৯৬ ইনিংসে। স্মিথ করলেন ২০৫ ইনিংসে। তবে পন্টিং-র থেকে কম ম্যাচ খেলেছেন স্মিথ।

ইনিংসের নিরিখে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে ব্রায়ান লারা, শচীন তেন্ডুলকর এবং কুমার সাঙ্গাকারার। এই তিন কিংবদন্তি ক্রিকেটারই ১৯৫ ইনিংসে ১০ হাজার রান পূরণ করেছিলেন। তবে সবথেকে ভালো গড় রয়েছে সাঙ্গাকারার। তাঁর গড় ৫৭.৪০। স্মিথের গড় ৫৬.১৪।

উল্লেখ্য, টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ৪০ বলে ৫৭ রান করে আউট হন। লাবুসেন ২০ রান করে ফেরেন প্যাভিলিয়নে। টেস্ট ক্রিকেটে ১৬তম সেঞ্চুরি করে অপরাজিত রয়েছেন উসমান খোয়াজা এবং ৮৪ বলে ৬১ রানে ব্যাট করছেন স্মিথ। ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ২৪৩।

স্টিভ স্মিথ
Jasprit Bumrah: বিশ্বসেরা বুমরাহ! প্রথম ভারতীয় ফাস্ট বোলার হিসেবে 'স্যার গারফিল্ড সোবার্স' ট্রফি জয়
স্টিভ স্মিথ
Virat Kohli: ১২ বছর পর রঞ্জি খেলতে নামছেন বিরাট! ফেরালেন অধিনায়ক হওয়ার প্রস্তাব

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in