
১২ বছর পর দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলতে নামছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার রেলওয়েজের বিরুদ্ধে খেলবেন তিনি। পাশাপাশি দিল্লির অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হলেও ফিরিয়ে দিয়েছেন কোহলি।
বর্ডার গাভাসকর সিরিজ হারের পর জাতীয় দলের সকল ক্রিকেটারকে রঞ্জিতে খেলার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থরা আগে রঞ্জি খেললেও কোহলি নামেননি। ঘাড়ে চোটের কারণে গত ম্যাচে খেলেননি তিনি। তবে আগামী বৃহস্পতিবার দিল্লির হয়ে ব্যাট করবেন তারকা ক্রিকেটার।
দিল্লির হয়ে মঙ্গলবার অনুশীলনও করেন বিরাট। অস্ট্রেলিয়ার মাটিতে লাগাতার একই ভুলের খেসারত দিতে হয়েছিল তাঁকে। ১২ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরে সেই ভুল সংশোধন করতে চান বিরাট।
২০১৩ সালে শেষবার দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলেছিলেন বিরাট। উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলেছিলেন সেই ম্যাচ। বৃহস্পতিবার সকলের নজর থাকবে তাঁর দিকে।
অন্যদিকে, দিল্লি দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয় বিরাটকে। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। আয়ুশ বাদোনির নেতৃত্বেই খেলতে চান কোহলি।
ঘরোয়া ক্রিকেটে ফিরেঅ কার্যত ব্যর্থ হন যশস্বী, রোহিত শর্মা এবং শুবমন গিলরা। কেউই তেমন রান করতে পারেননি। তাঁরা অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রস্তুতির জন্য আগামী বৃহস্পতিবারের ম্যাচে থাকবেন না। বিরাট কোহলি কতটা সফল হন সেটাই দেখার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন