
টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লো ওয়েস্ট ইন্ডিজ। ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতলো ক্যারিবিয়নরা। পাশাপাশি ২ ম্যাচের টেস্ট সিরিজ ড্র করল ব্রেথওয়েটরা।
১৯৯০ সালে শেষবার পাকিস্তানের মাটিতে টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক ডেসমন্ড হেইন্সের নেতৃত্বে ফয়সলাবাদে জয়লাভ করেছিল ক্যারিবিয়নরা। তারপর থেকে পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ জয় অধরা ছিল তাঁদের।
প্রথম টেস্ট হারের পর মুলতানে দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ১৬৩ রানেই শেষ হয়ে যায় ক্যারিবিয়নদের ইনিংস। কাভেম হজ ২১ রান করেন এবং বাকি তিন বোলার গুডাকেশ মটি (৫৫), কেমার রোচ (২৫) এবং জোমেল (৩৬*) ছাড়া আর কেউ বেশি রান করতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে ১৫৪ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। জোমেল নেন ৪টি উইকেট, মটি নেন ৩টি এবং কেমার রোচ নেন ২টি উইকেট।
দ্বিতীয় ইনিংসে অবশ্য রানে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। অধিনায়ক ব্রেথওয়েট ৭৪ বলে ৫২ রান করেন। এছাড়া কেউ হাফসেঞ্চুরি করতে পারেননি। মোট ২৪৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় ইনিংসেও তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। বাবর আজম, কামরান গুলাম এবং মহম্মদ রিজওয়ান ছাড়া আর কেউ বেশি রান করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের আগুনে বোলিং-র সামনে ১৩৩ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। জোমেল একাই নেন ৫ উইকেট। কেভিন নেন ৩ উইকেট এবং ২ উইকেট নেন মটি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন