La Liga: ৪ ম্যাচ পর বিরাট ব্যবধানে জয় বার্সার! রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিক এমবাপ্পের

People's Reporter: এই জয়ে ফলে ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।
La Liga: ৪ ম্যাচ পর বিরাট ব্যবধানে জয় বার্সার! রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিক এমবাপ্পের
ছবি - সংগৃহীত
Published on

লা লিগায় বিধ্বংসী ফর্মে বার্সেলোনা। ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে উড়িয়ে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে উঠে এলেন রাফিনহারা। অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপ্পে।

টানা ৪ ম্যাচ জিতে লা লিগার শীর্ষ স্থান ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। রবিবার ভাল্লাদোলিদের সাথে ম্যাচ ছিল রিয়ালের। ম্যাচে একচ্ছত্র আধিপত্য বজায় রাখে রিয়াল। প্রথমার্ধের ৩০ মিনিটে এমবাপ্পের গোলে ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ফের গোল করেন ফরাসি তারকা। ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। চুক্তি হওয়ার পর থেকে এই প্রথম রিয়ালের জার্সিতে হ্যাটট্রিক করলেন তিনি।

হ্যাটট্রিকের পর এমবাপ্পে বলেন, 'অনেকেই বলেছিলেন আমি দলের সাথে মানিয়ে নিতে পারিনি। কিন্তু আমি সকল সতীর্থর সাথেই সুন্দর করে খেলছি। আমার কোনও অসুবিধা হচ্ছে না।'

অন্যদিকে লা লিগায় ৪ ম্যাচ পর জয় পেল বার্সা। ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলের ব্যবধানে পরাজিত করলেন লেভনডস্কিরা। ম্যাচের প্রথমার্ধেই ৫-০ গোলের লিড নেয় বার্সা। ৩ মিনিটে গোল করেন ডে জং। ৮ মিনিটে ফেরান টোরেস, ১৪ মিনিটে রাফিনহা, ২৪ মিনিটে এবং প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করেন ফারমিন লোপেজ।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিতে ভ্যালেন্সিয়ার হুগো ডুরো ব্যবধান কমান। কিন্তু তা কাজে লাগাতে পারেননি তাঁরা। পরিবর্তে ৬৬ মিনিটে বার্সার হয়ে ষষ্ঠ গোল করেন রবার্ট লেভনডস্কি। ৭৫ মিনিটে ভ্যালেন্সিয়ার সিজারের আত্মঘাতী গোলে ৭-১ গোলে জেতে বার্সা। এই জয়ে ফলে ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং সমসংখ্যক ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

La Liga: ৪ ম্যাচ পর বিরাট ব্যবধানে জয় বার্সার! রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিক এমবাপ্পের
ICC: আইসিসির বর্ষসেরা টি-২০ দলের অধিনায়ক রোহিত শর্মা! তালিকায় আর কারা? দেখুন একনজরে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in