Mohammedan SC: নাটকীয় মোড় মহামেডানে, ফের ফিরছেন কোচ চেরনিশভ!

People's Reporter: মহামেডান ক্লাবের শীর্ষকর্তা কামারউদ্দিন বলেন, 'এটা কি পিকনিক করার জায়গা? যখন ইচ্ছে চলে যাবে, যখন ইচ্ছে চলে আসবে? ডার্বির মতো ম্যাচে থাকবে না।'
মহামেডান কোচ
মহামেডান কোচছবি - সংগৃহীত
Published on

ফের নাটক মহামেডানে। পদত্যাগ করার ২৪ ঘণ্টার মধ্যেই ফের মহামেডান ক্লাবের কোচের পদে ফিরছেন রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভ। আপাতত এমনটাই খবর।

বৃহস্পতিবার মহামেডান ক্লাবের অন্যতম প্রধান ইনভেস্টর বাঙ্কারহিলের কর্তা দীপক কুমার সিং সাংবাদিক সম্মেলন করে জানান, 'আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে প্রধান কোচ আন্দ্রে চেরনিশভ মহামেডান স্পোর্টিং ক্লাবে তাঁর ভূমিকা থেকে সরে যাওয়ার আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলে জানিয়েছেন। এই ইতিবাচক অগ্রগতি ক্লাবের প্রাথমিক বিনিয়োগকারী শ্রাচী স্পোর্টস এবং বাঙ্কারহিলের সাথে একটি গঠনমূলক এবং আন্তরিক আলোচনার ভিত্তিতে উঠে এসেছে'।

মূলত দীপক সিং-এর ভূমিকার কারণেই এটি সম্ভব হয়েছে। কোচ চেরনিশভকে ক্লাব ছাড়ার বিষয়ে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। প্রেস রিলিজে আরও বলা হয়েছে, 'আমরা এটাও জানাতে পেরে আনন্দিত যে বিনিয়োগকারীদের শেয়ার ইস্যু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ক্লাব এবং এর প্রধান বিনিয়োগকারীদের মধ্যে একটি প্রাথমিক বোঝাপড়া হয়েছে, যা এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে সাহায্য করবে। সমস্ত পক্ষের আইনি দল এই প্রক্রিয়াটি চূড়ান্ত করতে সক্রিয়ভাবে সহযোগিতা করছে এবং আমরা নিশ্চিত যে এই সমস্যাটি দ্রুত সমাধান করা হবে৷ আমরা প্লেয়ারদের বকেয়া টাকা নিয়ে চিন্তিত। শেয়ার হস্তান্তর হয়ে গেলে তাড়াতাড়ি বেতন পেয়ে যাবেন তারা।'

যদিও ইনভেস্টরের সঙ্গে একমত নন মহামেডান কর্তারা। মহামেডান ক্লাবের শীর্ষকর্তা কামারউদ্দিন বলেন, 'এটা কি পিকনিক করার জায়গা? যখন ইচ্ছে চলে যাবে, যখন ইচ্ছে চলে আসবে? ডার্বির মতো ম্যাচে থাকবে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই কোচকে ফিরিয়ে আনা হবে কিনা। পারলে গোটা মরসুমে ছুটি নিক কোচ।'

এদিকে মহামেডান সচিব ইস্তেয়াক রাজু বলেন, 'আমরা মেহেরাজকেও কোচ হিসেবে দেখতে চাই। কেউ হঠাৎ করে মাঝপথে অপেশাদার ভাবে চলে যেতে পারেন না। পরের বছর কী হবে দেখা যাবে'।

মহামেডান কোচ
১২ বছর পর রঞ্জিতে প্রত্যাবর্তন, বিরাটকে দেখতে প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা সমর্থকদের! আহত একাধিক
মহামেডান কোচ
Wriddhiman Saha: 'আবেগপ্রবণ হতে চাই না' - ইডেনে বাংলার হয়ে শেষ ম্যাচ ঋদ্ধির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in