১২ বছর পর রঞ্জিতে প্রত্যাবর্তন, বিরাটকে দেখতে প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা সমর্থকদের! আহত একাধিক

People's Reporter: সকাল থেকেই প্রত্যাশার থেকে অতিরিক্ত পরিমাণ দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে থাকেন। প্রবেশ বিনামূল্যে হওয়ায় ভিড় অনেক বেশি হয়। বিরাটকে দেখার জন্য হুড়োহুড়ি বেধে যায় সমর্থকদের মধ্যে।
বিরাটকে দেখতে উন্মাদনা তুঙ্গে
বিরাটকে দেখতে উন্মাদনা তুঙ্গেছবি - সংগৃহীত
Published on

১২ বছর পর রঞ্জিতে প্রত্যাবর্তন হয়েছে বিরাট কোহলির। প্রিয় ক্রিকেটারের খেলা দেখতে স্টেডিয়ামে উপচে পড়ে ভিড়। রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ভিড় নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। এমনকি বিরাট কোহলিকে একবার স্পর্শ করার জন্য মাঠের মধ্যেই নেমে যান এক সমর্থক।

২০১৩ সালে শেষবার দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলেছিলেন বিরাট। উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলেছিলেন সেই ম্যাচ। বৃহস্পতিবার রঞ্জি ট্রফিতে রেলওয়েজের মুখোমুখি হয়েছে দিল্লি। এই ম্যাচে বিরাট কোহলি যে খেলতে নামবেন তা সকলেই জানতেন। বিপুল ভিড় অনুমান করেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সকাল থেকেই প্রত্যাশার থেকে অতিরিক্ত পরিমাণ দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে থাকেন। প্রবেশ বিনামূল্যে হওয়ায় ভিড় অনেক বেশি হয়। বিরাটকে দেখার জন্য হুড়োহুড়ি বেধে যায় সমর্থকদের মধ্যে।

প্রাথমিক অনুমান ম্যাচের প্রথম দিনেই প্রায় ১০ হাজার দর্শক উপস্থিত হয়েছেন। দর্শকের চাপে স্টেডিয়ামের ১৬ এবং ১৭ নম্বর গেটও খুলে দেওয়া হয়। বিশৃঙ্খল পরিস্থিতির কারণে বেশ কয়েকজনের আহত হওয়ারও খবর পাওয়া যাচ্ছে।

এমনকি এক সমর্থক খেলা চলাকালীন নিরপত্তা বেষ্টনী টপকে মাঠের মধ্যে প্রবেশ করেন। সোজা চলে যান বিরাট কোহলির কাছে। তাঁর পা ধরে মাঠের মধ্যেই শুয়ে পড়েন। তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীরা ওই সমর্থককে সরিয়ে নিয়ে যান।

নিরাপত্তার কারণে প্রথমে দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে না বলেই জানানো হয়েছিল। কিন্তু পরে সিদ্ধান্ত বদল হয়। জিও সিনেমাতে সম্প্রচার করা হচ্ছে ম্যাচটি।

উল্লেখ্য, টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দিল্লি। লাঞ্চের আগে রেলওয়েজের রান ৫ উইকেটের বিনিময়ে ৮৭ রান। ২৭ রানে অপরাজিত আছেন উপেন্দ্র যাদব এবং ২ রানে অপরাজিত রয়েছেন কর্ণ শর্মা।

বিরাটকে দেখতে উন্মাদনা তুঙ্গে
Wriddhiman Saha: 'আবেগপ্রবণ হতে চাই না' - ইডেনে বাংলার হয়ে শেষ ম্যাচ ঋদ্ধির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in