
'আমিই সর্বকালের সেরা ফুটবলার' - সম্প্রতি এমনই মন্তব্য করলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাশাপাশি মেসি, মারাদোনা এবং পেলে সম্পর্কেও নিজের মত প্রকাশ করলেন তিনি।
আগামীকাল অর্থাৎ ৫ ফেব্রুয়ারি জন্মদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তার আগে নিজেকে সেরার সেরা দাবি করলেন পর্তুগিজ তারকা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'মানুষ মেসি, পেলে মারাদোনাকে সেরা মনে করতেই পারেন। আমি সেটাকে সম্মান করি। কিন্তু আমি ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার'।
তিনি আরও বলেন, আমি একজন পরিপূর্ণ ফুটবলার। যা অনেকের মধ্যেই নেই। আমার থেকে সেরা কাউকে দেখতে পাই না। দুটো পা, মাথা দিয়ে গোল করতে সক্ষম আমি। এই বয়সে এসেও গোল করে যাচ্ছি। আমার পরিসংখ্যান দেখলেই তা বোঝা যায়।
মেসির সাথে নিজের সম্পর্ক নিয়েও মুখ খোলেন রোনাল্ডো। সি আর সেভেন বলেন, মেসির সাথে কোনওদিনই আমার সম্পর্ক খারাপ নয়। আমরা ১৫ বছর ধরে পুরস্কারের মঞ্চে একসাথে ছিলাম। আমি তাঁর হয়ে ইংলিশ অনুবাদ করে দিতাম। বেশ মজার ছিল বিষয়টা। সে তাঁর ক্লাবকে রক্ষা করেছে আর আমি আমার। জাতীয় দলের হয়ে মেসি এবং আমি একই দায়িত্ব পালন করেছি। আমাদের মধ্যে লড়াইটা ভালো ছিল।
ফুটবল জীবনে ১০০০টি গোল করতেও আশাবাদী রোনাল্ডো। তিনি বলেন, হাজার গোল করতে পারলে অবশ্যই ভালো লাগবে। এইভাবে খেলতে থাকলে সেটাও হতে পারে। তবে আমি এখন ওইসব নিয়ে বেশি ভাবতে চাই না।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলছেন রোনাল্ডো। ক্লাব কেরিয়ারে ৭০০টি জয় পেয়েছেন তিনি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ওয়াসলের মুখোমুখি হয়েছিল আল নাসের। সেখানে ৪-০ গোলে জয় পায় আল নাসের। সেই সঙ্গে ৭০০তম জয়ও অর্জন করলেন রোনাল্ডো। এছাড়া ৯০০-র বেশি গোল করা প্রথম ফুটবলারও তিনি।
এখনও পর্যন্ত ২১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি গোল করেছেন ১৩৫টি। সমস্ত ধরণের ম্যাচ মিলিয়ে তাঁর মোট গোলের সংখ্যা ৯২৩। তাঁর ঠিক পেছনেই আছেন মেসি। যিনি ১৯১টি আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন ১১২টি। সমস্ত ধরণের ম্যাচে তাঁর মোট গোলের সংখ্যা ৮৫০।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন