
লাগাতার ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা চিন্তায় রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। রোহিতের খারাপ ফর্ম নিয়ে এবার মুখ খুললেন ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব।
শেষ ১০ ইনিংসে রোহিত শর্মা মোট ৭০ রান করেছেন। ভারত অধিনায়কের কাছ থেকে যা আশা করা যায় না। তাঁর খেলার প্রভাব গোটা টিমের উপর পড়বে বলেই জানান কপিল দেব। এক ইউটিউব চ্যানেলে কপিল দেব বলেন, "তিনি (রোহিত শর্মা) একজন বড় খেলোয়াড়। আমি আশা করি তিনি দ্রুত ফর্মে ফিরে আসবেন। পুরো দেশ দলের পারফরম্যান্সের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যখন অধিনায়কের ফর্ম খারাপ থাকে, তখন দলের সমস্যা হয়।
বর্ষীয়ান প্রাক্তন ক্রিকেটার আরও বলেন, "দল ভালো খেলতে না পারলে ভক্তদের ক্ষুব্ধ হওয়াটা যুক্তিসঙ্গত। যখন এই খেলোয়াড়রা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ফিরে এসেছিল তখন সকলের উন্মাদনা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তাই যখন তাঁরা খারাপ খেলেন তখন সমালোচনা শুরু হয়।
জসপ্রীত বুমরাহকে নিয়েও নিজের মত জানিয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার। বুমরাহ সম্পর্কে তিনি বলেন, কোনও সন্দেহ নেই যে গত ২ বছর ধরে বুমরাহর মতো দ্রুত বল কেউ করতে পারেনি। যখন বুমরাহ, অনিল কুম্বলের মতো তারকা বোলাররা দলে না থাকেন তখন দলের উপর প্রভাব পড়বেই। আমি আশা করছি বুমরাহ দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন