ISL 2024-25: সুপার সিক্স অসম্ভব নয় - চেন্নাই ম্যাচের আগে দলকে তাতালেন ইস্টবেঙ্গল কোচ অস্কার

People's Reporter: অস্কার বলেন, 'সুপার সিক্স আমাদের স্বপ্ন। কঠিন কিন্তু অসম্ভব নয়। তবে শুরুতেই ছয় ম্যাচে হার পরিস্থিতিকে কঠিন করে দিয়েছে। তবুও বলব আমাদের হাতে ছয় ম্যাচ আছে।'
ইস্টবেঙ্গল কোচ
ইস্টবেঙ্গল কোচছবি - সংগৃহীত
Published on

১৮ ম্যাচে পাঁচটি জয়, তিনটি ড্র ও ১০টি হার নিয়ে ইস্টবেঙ্গলের পয়েন্ট এখন ১৮। হাতে রয়েছে আর ছ’টি ম্যাচ। প্লে-অফের দরজা খুলতে হলে সেই ছয় ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গলকে, তারপর তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। এই অবস্থায় শনিবার যুবভারতীতে চেন্নাই এফসির মুখোমুখি হবে টিম ইস্টবেঙ্গল।

লাল হলুদ কোচ অস্কার ব্রুজো মনে করছেন সুপার সিক্স সম্ভব। সাংবাদিক সম্মেলনে অস্কার বলেন, “সুপার সিক্স আমাদের স্বপ্ন। কঠিন কিন্তু অসম্ভব নয়। তবে শুরুতেই ছয় ম্যাচে হার পরিস্থিতিকে কঠিন করে দিয়েছে। তবুও বলব আমাদের হাতে ছয় ম্যাচ আছে। আর তার জন্য দলকে লড়াইয়ে রাখতে হবে।”

দলে চোট আঘাত সমস্যা নিয়ে অস্কার বলেন, ‘’চোট-আঘাত প্লেয়ারদের জীবনের অংশ। আমরা সুপার সিক্সের জন্য লড়াই করছি, একটা একটা করে ম্যাচ ধরেই এগোচ্ছি। দলের গুরুত্বপূর্ণণ প্লেয়াররা এক সঙ্গে চোট-আঘাতের জন্য বাইরে চলে গিয়েছিল। তার মধ্যে অনেকেই সুস্থ হয়ে ফিরছেন। যেমন প্রভাত, রাকিপ, সাউল রয়েছে। সাউল গত সপ্তাহ থেকে অনুশীলনে ফিরেছে।”

মেসি বাউলি দলে যোগ দিলেও তিনি চেন্নাই ম্যাচে খেলবেন না। চোটের কারণে থাকবেন না ক্লেটন সিলভাও। লাল হলুদ কোচ জানান, ”ক্লেটনের চোট যতটা হালকা ভেবেছিলাম ততটা নয়। ওকে আরও কিছুটা সময় দিতে হবে।”

চেন্নাইকে হালকাভাবে নিচ্ছেন না লাল-হলুদ কোচ। তিনি বলেন, “ওদের একজন অভিজ্ঞ কোচ রয়েছে। ওরা ভালো দল। তবে আমরা ঘরের মাঠে খেলব, তাই আমাদের সুযোগ থাকবে। আমাদের কাছে এখন সব ম্যাচই ফাইনাল ম্যাচ। ম্যাচ বেশ কঠিন হবে। আমরা চেষ্টা করব শুরুতেই গোল করে দলকে এগিয়ে দিতে।”

ইস্টবেঙ্গল কোচ
IND vs ENG: ইংল্যান্ড ম্যাচে ৩ উইকেট নিয়ে নজির হর্ষিত রানার! কী সেই রেকর্ড?
ইস্টবেঙ্গল কোচ
Marcelo: বর্ণময় কেরিয়ারের ইতি, পেশাদার ফুটবল থেকে অবসর মার্সেলোর! কী লিখলেন রোনাল্ডো?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in