
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক করে নজির গড়লেন ভারতের পেসার হর্ষিত রানা। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে অভিষেক ম্যাচেই ৩টি উইকেট নিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টে ভারতের জার্সিতে অভিষেক হয় হর্ষিত রানার। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। এরপর পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে শিবম দুবের কনকাশন পরিবর্ত হিসেবে নেমে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। আর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৩ রান দিয়ে ৩ উইকেট নিলেন।
প্রথম দিকে বেশ চাপে দেখাচ্ছিল হর্ষিতকে। প্রথম ওভারে ১১ রান, দ্বিতীয় ওভারে ০ এবং তৃতীয় ওভারে ২৬ রান দেন হর্ষিত। কিছুক্ষণ তাঁকে দিয়ে আর বল করাননি রোহিত। কিন্তু দ্বিতীয় স্পেলে বল করতে এসেই এক ওভারে বেন ডাকেট এবং হ্যারি ব্রুককে ফেরান হর্ষিত। তাঁর তৃতীয় শিকার হন লিয়াম লিভিংস্টোন।
উল্লেখ্য, গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ফিল সল্ট এবং বেন ডাকেটের ওপেনিং জুটি ৭৫ রানের পার্টনারশিপ গড়ে। সল্ট রান আউট হওয়ার পর ইংল্যান্ডের রানের গতি কমতে থাকে। ২৬ বলে ৪৩ রান করেন ফিল সল্ট। ৩২ রানে ফেরেন বেন ডাকেট। ১৯ রান করে আউট হন জো রুট। ৩ বল খেলে খাতাই খুলতে পারেননি হ্যারি ব্রুক।
মিডল অর্ডারে জস বাটলারের ৫২ এবং জ্যাকব বেথেলের ৫১ রান ফের খেলায় ফেরায় ইংল্যান্ডকে। তবে তাঁরা আউট হওয়ার পর আর কেউ বেশি রান করতে পারেননি। শেষে ১৮ বলে ২১ রান করেন জোফরা আর্চার। ৪৭.৪ ওভারে ২৪৮ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
জাদেজা এবং হর্ষিত রানা ৩টি করে উইকেট পান। ১টি করে উইকেট নেন মহম্মদ শামি, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব।
জবাবে ব্যাট করতে নেমে ১৯ রানেই ২ উইকেট হারায় ভারত। অভিষেক করা যশস্বী করেন ১৫ রান। মাত্র ২ রানে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। এরপর শুবমন গিল এবং শ্রেয়স আইয়ারের ৯৪ রানের পার্টনারশিপ চাপে ফেলে দেয় ইংল্যান্ডকে। ৩৬ বলে ৫৯ করে ফেরেন শ্রেয়স। ৯৬ বলে ৮৭ রান করে ম্যাচের সেরা হন গিল। তাছাড়া ৪৭ বলে ৫২ রান করেন অক্ষর প্যাটেল। ৩৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন