Rohit Sharma: কামব্যাকের রাতে একাধিক রেকর্ড রোহিতের, টপকালেন ক্রিস গেইলকেও!

People's Reporter: একদিনের ক্রিকেটে ছয় মারার নিরিখে ক্রিস গেইলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রোহিত। গেইলের দখলে রয়েছে ৩৩১টি ছয় (২৯৪ ইনিংস)। রোহিতের বর্তমানে ছয়ের সংখ্যা ৩৩৮টি (২৫৯ ইনিংস)।
রোহিত শর্মা
রোহিত শর্মাছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রানে ফিরলেন রোহিত শর্মা। শুধু রানেই নয়, রেকর্ড গড়ে দলকে সামনে থেকে নেতৃত্বও দিলেন তিনি। রবিবার কটক স্টেডিয়াম সাক্ষী থাকল 'হিটম্যান' শোয়ের। একদিনের ক্রিকেটে ক্রিস গেইলকে টপকে দ্বিতীয় সর্বাধিক ছয়ের মালিক হলেন তিনি। তবে চিন্তায় রেখেছে কোহলির ফর্ম।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। গতকাল স্টেডিয়ামে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট, বছরের প্রথমেই ভাইরাল হওয়া ২০ বছর আগের গান 'ছি ছি ছি রে ননী' শোনা থেকে রোহিতের সেঞ্চুরি সবকিছুই উপভোগ করলেন দর্শকরা। গতকালই একাধিক রেকর্ড গড়লেন রোহিত।

প্রায় ১০ মাস ধরে ব্যাটে রান পাচ্ছিলেন না রোহিত শর্মা। রবিবার প্রথম থেকেই ছন্দে দেখা যায় রোহিতকে। রীতিমতো ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ছন্দে ব্যাট করছিলেন। ৯০ বলে ১১৯ রান করে ফিরতে হয় তাঁকে। এই ইনিংসে মোট ৭টি ছয় এবং ১২টি চার মেরেছেন। একদিনের ক্রিকেটে ছয় মারার নিরিখে ক্রিস গেইলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। গেইলের দখলে রয়েছে ৩৩১টি ছয় (২৯৪ ইনিংস)। রোহিতের বর্তমানে ছয়ের সংখ্যা ৩৩৮টি (২৫৯ ইনিংস)। শীর্ষ স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা শাহিদ আফ্রিদি। তিনি ৩৬৯ ইনিংসে ৩৫১টি ছয় মেরেছেন।

শুধু ছয়ের মালিক নয়, ৯০-র ঘরে থাকার সময় সর্বাধিক ছয় মেরে সেঞ্চুরি করা ভারতীয়দের মধ্যেও শীর্ষ স্থান দখল করলেন রোহিত। গতকাল ৯৬ রানে ব্যাট করছিলেন। আদিল রাশিদকে ৬ মেরে একদিনের ক্রিকেটে ৩২তম সেঞ্চুরি পূরণ করেন 'হিটম্যান'। এই নিয়ে মোট ৫ বার তিনি ৬ মেরে সেঞ্চুরি করেছেন। এছাড়া কেরিয়ারে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি (একদিনের ক্রিকেটে) করলেন তিনি। গতকাল ৭৬ বলে শতরান করেন রোহিত। ২০২৩ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে সেঞ্চুরি এসেছিল ভারত অধিনায়কের ব্যাট থেকে।

উল্লেখ্য, গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ৪৯.৫ ওভারে ৩০৪ রানে শেষ হয় ব্রিটিশদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৩৬ রানের পার্টনারশিপ গড়েন রোহিত এবং শুবমন গিল। ৫২ বলে ৬০ রান করে আউট হন গিল। ১১৯ রানে ফেরেন রোহিত। তবে ফের ব্যর্থ হন কোহলি। তিনি ৮ বল খেলে ৫ রান করেন। ৪৪ রানে করে রান আউট হন শ্রেয়াস আইয়ার। ৪৩ বল খেলে ৪১ রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। ৪৪.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩০৮ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।

রোহিত শর্মা
Kapil Dev: 'অধিনায়কের খারাপ ফর্মে দলের সমস্যা হয়' - 'ছন্দহীন' রোহিতকে নিয়ে আর কী বললেন কপিল দেব?
রোহিত শর্মা
Marcelo: বর্ণময় কেরিয়ারের ইতি, পেশাদার ফুটবল থেকে অবসর মার্সেলোর! কী লিখলেন রোনাল্ডো?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in